পৃথিবী ছাড়িয়ে দূষণের প্রভাব চাঁদেও, কমে গেল তাপমাত্রা, কী বললেন বিজ্ঞানীরা

করোনা মহামারীর সময় যখন সারা বিশ্বে লকডাউন শুরু হয়েছিল, তখন তার প্রভাব শুধুমাত্র পৃথিবীতে নয় চাঁদে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আসলে লকডাউনের সময় অনেক দেশেই শিল্প-কারখানা…

Lockdown-Pollution-Effect-On-Moon-Temperature-Reduces-Indian-Scientists-Claim

করোনা মহামারীর সময় যখন সারা বিশ্বে লকডাউন শুরু হয়েছিল, তখন তার প্রভাব শুধুমাত্র পৃথিবীতে নয় চাঁদে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আসলে লকডাউনের সময় অনেক দেশেই শিল্প-কারখানা বন্ধ রাখতে হয়েছিল। এছাড়াও, প্রত্যেক দেশের রাস্তায় বন্ধ হয়েছিল যান চলাচল। যার ফলে ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল দূষণের মাত্রা। আর প্রভাব প্রসারিত হয়েছিল চাঁদ পর্যন্ত। যেকারণে লকডাউনের সময় স্বাভাবিক মাত্রার চেয়ে অনেকটাই কমে এসেছিল চাঁদের তাপমাত্রা।

লকডাউনে কমে গিয়েছিল চাঁদের তাপমাত্রা

ভারতীয় বিজ্ঞানীরা দাবি করেছেন যে, ২০২০ সালের এপ্রিল-মে মাস থেকে শুরু হওয়া লকডাউনের সময় চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা ৮ থেকে ১০ কেলভিন পর্যন্ত কমে গিয়েছিল। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, বিজ্ঞানীরা ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত চাঁদের বিভিন্ন অংশের তাপমাত্রা অধ্যয়ন করে দেখেছেন যে, লকডাউনের সময় তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে।

ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি (পিআরএল)-এর বিজ্ঞানী কে দুর্গা প্রসাদ এবং জি আম্বিলির একটি দল নাসার Lunar Reconnaissance Orbit-এর সাহায্যে চাঁদের পৃষ্ঠের তাপমাত্রায় এই পরিবর্তন রেকর্ড করেছেন। পিআরএল-এর পরিচালক অনিল ভরদ্বাজ এটিকে একটি গুরুত্বপূর্ণ এবং নতুন গবেষণা বলে অভিহিত করে বলেছেন যে, এবার এটি স্পষ্ট হয়ে গেছে যে মানুষের কার্যকলাপের প্রভাব কেবল পৃথিবীতে সীমাবদ্ধ নয়, এটি পৃথিবীর বাইরে প্রসারিত হয়ে থাকে।

বিজ্ঞানীদের মতে, লকডাউনের কারণে পৃথিবীর দূষণের মাত্রা উল্লেখযোগ্য ভাবে কমে যায়। যার ফলে বায়ুমণ্ডলের তাপ ও শক্তির প্রবাহও কমে আসে। আর এই কারণেই চাঁদের পৃষ্ঠে তাপমাত্রার হ্রাস ঘটে। বিজ্ঞানীদের মতে, এই পরীক্ষাটি যে কেবল আমাদের পরিবেশগত পরিবর্তনের গভীরতা বুঝতে সাহায্য করবে তাই নয়, এটি প্রমাণ করে যে, মানুষের ক্রিয়াকলাপ গুলি পৃথিবীর বাইরে অন্য গ্রহ তথা মহাবিশ্বের অন্যান্য অংশকেও প্রভাবিত করতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন