London E-Scooter Ban: ইলেকট্রিক স্কুটারের উপরে নিষেধাজ্ঞা জারি লন্ডনে

লন্ডনে নিষিদ্ধ ঘোষণা করা হল স্বল্প গতির ই-স্কুটার। হঠাৎ আগুন লেগে যাওয়ার সম্ভাবনার থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে লন্ডনের গণপরিবহণ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ব্যাটারি ফেটে আগুন লেগে…

লন্ডনে নিষিদ্ধ ঘোষণা করা হল স্বল্প গতির ই-স্কুটার। হঠাৎ আগুন লেগে যাওয়ার সম্ভাবনার থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে লন্ডনের গণপরিবহণ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ব্যাটারি ফেটে আগুন লেগে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সেখানে। তাই আগাম সতর্কতা হিসেবে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে লন্ডন প্রশাসন।

১৩ ডিসেম্বর অর্থাৎ গত সোমবার থেকেই এই নিয়ম জারি হয়ে গিয়েছে লন্ডনে। নিয়ম অনুযায়ী লন্ডনের গণপরিবহণ যেমন সাবওয়ে, বাস, ওভারগ্রাউন্ড এবং যে কোনো ধরনের ট্রেনে এই ই-স্কুটার বা ই-ইউনিসাইকেল (যেগুলি অতি সহজেই ভাঁজ করে সঙ্গে করে নিয়ে যাওয়া যায়) সঙ্গে নেওয়া যাবে না। যদি কেউ নিয়ম ভঙ্গ করেন, সে ক্ষেত্রে তাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। পরিবহণ দপ্তর সূত্রে বলা হয়েছে এই বিষয়ে আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্ষেত্রের পরিবর্তনগুলি পর্যালোচনার অধীনেই রাখা হবে।

পরিবহণ দপ্তর জানিয়েছে, সম্প্রতি লন্ডনের গণপরিবহণের এলাকায় এরকম স্বল্প গতির ই-স্কুটারে হঠাৎই আগুন লেগে যায়। যার ফলে যথেষ্ট ক্ষয়ক্ষতিও হয়েছে। এমনকি তারা এও দাবি করেছে যে সেই ই-স্কুটারগুলিতে ব্যবহৃত নিম্নমানের লিথিয়াম আয়ন ব্যাটারি ফেটে যাওয়ার ফলেই আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছিল। যদি এরকম অঘটন কোনো গণপরিবহণের মধ্যে ঘটে, সেক্ষেত্রে যাত্রী এবং দপ্তরের কর্মী উভয়েরই ক্ষয়ক্ষতি হতে পারে।

এমনকি সমগ্র ব্রিটেনের রাস্তাতেই ব্যক্তিগত মালিকানাধীন ই-স্কুটারগুলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরপরও যদি কেউ নিয়ম ভাঙেন সেক্ষেত্রে তাঁকে দিতে হবে ১,০০০ ইউরো জরিমানা। যদিও এই স্বল্প গতির বৈদ্যুতিক স্কুটারগুলি কাছেপিঠে যাতায়াতের জন্য ভীষণই সুবিধাজনক এবং ব্যবহার করাও সহজ। তা সত্ত্বেও একাধিক দেশে এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেমন কয়েক বছর আগে ফ্রান্সের প্যারিসের রাস্তায় যানজটের কারণে এটিকে নিষিদ্ধ করা হয়েছিল।

ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যাবার ঘটনা নতুন নয়। সমগ্র বিশ্বে এর আগে এরকম একাধিক ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। সম্প্রতি ভারতেও লিথিয়াম আয়ন ব্যাটারিচালিত ইলেকট্রিক স্কুটারে আগুন ধরার ঘটনা ঘটেছে। নিম্নমানের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের কারণেই এই ঘটনা ঘটছে বলে বিশেষজ্ঞদের মতামত।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন