মেড ইন ইন্ডিয়া স্পোর্টস বাইকেই ভরসা, Suzuki ভারতে তৈরি Gixxer SF 250 জাপানে আনল
দেশে স্পোর্টস বাইকপ্রেমীদের কাছে ফুল ফেয়ার্ড Suzuki Gixxer SF 250 বহু পুরনো সঙ্গী। এবার ভারতের মাটিতে তৈরি এই বাইক পাড়ি...দেশে স্পোর্টস বাইকপ্রেমীদের কাছে ফুল ফেয়ার্ড Suzuki Gixxer SF 250 বহু পুরনো সঙ্গী। এবার ভারতের মাটিতে তৈরি এই বাইক পাড়ি দিল সুজুকির জন্মভূমি জাপানে। সেখানে কোয়ার্টার লিটার স্পোর্টস বাইকটির দাম রাখা হয়েছে ৫,১৪,৮০০ ইয়েন, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩.১৭ লাখ টাকা। উল্লেখ্য, একইসাথে বাইকটির নেকেড ভার্সন Gixxer 250 মডেলটিও জাপানে লঞ্চ করেছে সুজুকি। মূল্য রাখা হয়েছে ৪.৮১ লক্ষ ইয়েন, টাকার অঙ্কে যা প্রায় ২.৯৭ লাখ।
2023 Suzuki Gixxer SF 250: স্টাইলিং ও কালার
জাপানের জন্য তৈরি 2023 Suzuki Gixxer SF 250 প্রায় অনেকাংশেই ভারতীয় মডেলেস অনুরূপ। অর্থাৎ এর ঠিক সামনেই রয়েছে সিঙ্গেল পড এলইডি হেড লাইট, ফুল-ফেয়ারিং ডিজাইন, মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক, উচু করা সিট, ডবল ব্যারেল এগজস্ট পাইপ এবং ১৭ ইঞ্চির অ্যালয় হুইল। জাপানের বাজারে ম্যাট স্টিলা ব্লু মেটালিক এবং ম্যাট ব্ল্যাক মেটালিক এই দুটি রঙে পাওয়া যাবে এটি। এই দুটি কালার স্কিম অবশ্য ভারতেও উপলব্ধ।
2023 Suzuki Gixxer SF 250: ইঞ্জিন স্পেসিফিকেশন
বাইকটির ইঞ্জিন ভারতীয় সংস্করণের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। Suzuki Gixxer SF 250 এর জাপানি ভার্সনে চালিকাশক্তি যোগায় ২৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন। ৯০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২৫.৪ বিএইচপি এবং ৭৩০০ আরপিএম গতিতে সর্বাধিক ২২এনএম টর্ক উৎপাদিত হয় এই ইঞ্জিন থেকে। সাথে রয়েছে ছয় ধাপযুক্ত গিয়ার বক্স। ওয়ার্ড মোটরসাইকেল টেস্ট সাইকেল (WMTC) এর সার্টিফিকেট অনুযায়ী প্রতি লিটার পেট্রলে ৩৪.৫ কিমি পর্যন্ত ছুটতে পারে এটি। এই বাইকে রয়েছে ১২ লিটারের ফুয়েল ট্যাংক অর্থাৎ সম্পূর্ণ ভর্তি পেট্রল ট্যাঙ্কে প্রায় ৪০০ কিমি পর্যন্ত যাত্রা করা সম্ভব।
2023 Suzuki Gixxer SF 250: হার্ডওয়্যার
সম্পূর্ণ ডায়মন্ড টাইপ ফ্রেমের উপর গঠিত এই Suzuki Gixxer SF 250 বাইকটি। সাসপেনশনের দায়িত্ব সামলাতে বাইকটির সামনে টেনিসকোপিক ফর্ক এবং পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক অ্যবজর্ভার লাগানো রয়েছে। ব্রেকিং সিস্টেম হিসেবে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক বিদ্যমান। চালকের সুরক্ষার্থে ডুয়েল চ্যানেল এবিএস স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে এতে।
2023 Suzuki Gixxer SF 250: ফিচার
Suzuki Gixxer SF 250 এর জাপানি মডেলে এলইডি হেডলাইট, এলইডি টেললাইট এবং ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। এর ভারতীয় সংস্করণে ব্লুটুথ কানেক্টিভিটি থাকলেও জাপানি ভার্সনে তা অনুপস্থিত। এর ভারতীয় ভার্সনে সংস্থার নিজস্ব Suzuki Ride Connection সিস্টেম দেখতে পাওয়া যায়। এর ফলে এই বাইকের ডিসপ্লেতে কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট, হোয়াটসঅ্যাপ অ্যালার্ট, ফোন ব্যাটারি লেভেল, স্পিড অ্যালার্ট, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখার সুবিধা উপলব্ধ থাকে।