ভারতে তৈরি Honda Unicorn বাইক এবার লঞ্চ হয়ে গেল সুদূর আফ্রিকার দেশে

ভারতের বাজারে অতি জনপ্রিয় মোটরসাইকেল Honda Unicorn এবার সুদূর আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ার বাজারে পা রাখল। ইতিমধ্যেই...
SUMAN 13 Feb 2023 1:38 PM IST

ভারতের বাজারে অতি জনপ্রিয় মোটরসাইকেল Honda Unicorn এবার সুদূর আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ার বাজারে পা রাখল। ইতিমধ্যেই ভারত সহ এশিয়া মহাদেশের একাধিক দেশে সুনাম কামিয়েছে ১৬০ সিসির এই বাইকটি। এবারে নাইজেরিয়ার গ্রাহকদের জন্যও মেড-ইন-ইন্ডিয়া বাইকটি নিয়ে হাজির হোন্ডা। তবে Unicorn-এর ভারতীয় মডেলের সাথে নাইজেরিয়ান মডেলটির কিছু ফারাক রয়েছে।

সবার প্রথমেই নাইজেরিয়ান Honda Unicorn-এর সামনের অংশে পরিবর্তন লক্ষ্য করা যায়। সংস্থার আরেক কমিউটার বাইক SP125-এর হেডলাইট ডিজাইনের সাথে কিছুটা সাদৃশ্য নজরে পড়েছে। বাস্তবিক ডিজাইনের সাথে বাইকটিতে উপস্থিত বাল্ব হেডলাইট, গ্র্যাব রেল সমেত সিঙ্গেল-পিস সিট, এবং বাল্ব ইন্ডিকেটর।

এগিয়ে চলার শক্তি জোগাতে হোন্ডা ইউনিকর্ন-এ দেওয়া হয়েছে একটি ১৬২.৭৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ১২.৭ বিএইচপি শক্তি এবং ১৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ফাইভ-স্পিড গিয়ারবক্স। হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, এতে রয়েছে ডায়মন্ড টাইপ ফ্রেম, প্রথাগত ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মনোশক সাসপেনশন।

ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে Honda Unicorn-এ উপস্থিত সিঙ্গেল ফ্রন্ট ডিস্ক এবং রিয়ার ড্রাম ব্রেক। বাইকটি টিউবলেস টায়ার সহ অ্যালয় হুইলে ছুটবে। ফিচার হিসেবে দেওয়া হয়েছে থ্রি-পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সমস্ত অ্যানালগ ইউনিট এবং সুরক্ষার জন্য এবিএস। হোন্ডা নাইজেরিয়ার বাজারে Unicorn-এর দাম ১৪,০০,০০০ নাইজেরিয়ান নাইরা ধার্য করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২.৫০ লক্ষ টাকা। যা এদেশে বাইকটির মূল্যের (১.০৫ লক্ষ টাকা) দ্বিগুণেরও বেশি।

Show Full Article
Next Story