ভারতের হাত ধরে ব্যবসা বাড়ছে Apple এর, মাত্র ৫ মাসে আইফোনের রপ্তানি ছাড়ালো ৫ লক্ষ বিলিয়ন ডলার

iPhone উৎপাদনের জন্য অন্যতম স্থান হিসেবে ভারতকে বেছে নেওয়ার পর থেকে Apple এর ব্যবসায় বড়সড় অবদান রাখছে ভারত। মূলত...
PUJA 12 Sept 2024 6:55 PM IST

iPhone উৎপাদনের জন্য অন্যতম স্থান হিসেবে ভারতকে বেছে নেওয়ার পর থেকে Apple এর ব্যবসায় বড়সড় অবদান রাখছে ভারত। মূলত ভারত সরকারের পিএলআই স্কিম চালু হওয়ার পর থেকে লক্ষ করা গেছে যে, ভারত থেকে আইফোনের রপ্তানি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। এ কথা বলার কারণ হলো, চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে iPhone রপ্তানি বেড়ে ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি।

ইতিমধ্যেই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতে Apple-এর লেটেস্ট iPhone 16 সিরিজ তৈরি করা হচ্ছে এবং খুব শীঘ্রই ডিভাইসগুলি বিশ্ববাজারে রপ্তানি করা হবে।

আরও পড়ুন : ১০ হাজার টাকার কমে 5G ফোন, Lava Blaze 3 5G অবিশ্বাস্য দামে বাজারে আসছে

এছাড়াও, তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "মেড ইন ইন্ডিয়া" উদ্যোগের প্রশংসা করেছেন এবং বলেছেন সরকারের পিএলআই স্কিমের অধীনে প্রতি মাসে প্রায় ১ বিলিয়ন আইফোন রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া তিনি আশা করছেন, আইফোন রপ্তানি ২০২২-২৩ সালে ৬.২ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০২২-২৪ সালে ১২.১ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে। আর গত অর্থ বছরে, ভারতে সংস্থাটির আয় ২৩.৫ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। এছাড়া, প্রতিবছর সংস্থাটি ভারত থেকে প্রায় ১৮ শতাংশ মুনাফা অর্জন করে চলেছে, যা আইফোন ১৬ লঞ্চ হবার পর আরও বৃদ্ধি পেতে পারে।

এর সাথে তিনি আরও আশা করছেন যে, নতুন আইফোন ১৬ সিরিজ ভারতে অ্যাপল-এর উপস্থিতিকে আরও মজবুত করে তুলবে। কারণ, নতুন মডেলগুলি লঞ্চের পর সংস্থার ফোন বিক্রি আরও কিছুটা বেড়ে যাবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বছর অ্যাপল ভারতে ১০ মিলিয়ন ইউনিট আইফোন বিক্রি করেছিল, যা এই দেশে বিক্রি হওয়া আইফোনের-এর সর্বাধিক সংখ্যা। আর আশা করা যায়, চলতি বছরে এই সর্বাধিক সংখ্যা ১৩ মিলিয়ন ইউনিট অতিক্রম করে ফেলতে পারে।

আরও পড়ুন : প্রথমবার ২০ হাজার টাকার কমে Apple iPad, বিরাট সুযোগ Flipkart Big Billion Days সেলে

প্রসঙ্গত উল্লেখ্য, উৎসবের মরশুমে আইফোনের চাহিদা মেটানোর জন্য ভারতীয় কারখানাগুলিতে অতিরিক্ত ১০,০০০ জন কর্মচারীও নিয়োগ করা হবে বলে জানা গেছে। এছাড়াও, অ্যাপল ভারতে বার্ষিক ৫০ মিলিয়নের বেশি আইফোন তৈরি করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। পাশাপাশি, তারা চীনসহ বেশ কিছু জায়গা থেকে আইফোনের উৎপাদন ভারতে স্থানান্তরিত করবে বলেও ঠিক করেছে। আর এর জন্য অ্যাপল-এর অন্যতম দুটি প্ল্যান্ট ফক্সকন এবং প্রেগাট্রনের সাথে যুক্ত হয়ে টাটা ইলেকট্রনিক্স একটি বৃহত্তর অ্যাপল ইকোসিস্টেম গড়ে তোলারও চেষ্টা করছে।

Show Full Article
Next Story