Artificial Intelligence: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গান্ধীজী, মাদার টেরেসা, জওহরলাল নেহেরুর সেলফি! জানুন গোটা বিষয়
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা Artificial Intelligence বর্তমানে আমাদের জীবনের আর পাঁচটা বিষয়ের মত এমন সাধারণ (পড়ুন...আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা Artificial Intelligence বর্তমানে আমাদের জীবনের আর পাঁচটা বিষয়ের মত এমন সাধারণ (পড়ুন স্বাভাবিক বা কমন) হয়ে দাঁড়িয়েছে যে, এখন দিন যদি কোনোভাবে রাত-ও হয় তাতেও বোধহয় আমরা অবাক হবনা! আসলে গণিত, সাহিত্য বা শিল্প ইত্যাদি জীবনের বেশিরভাগ প্রধান দিকগুলিতেই প্রভাব ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা; উন্নত এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে হাতের চুটকিতেই এমন এমন কাজ করা হচ্ছে যার ভাবনা-চিন্তা সহজে মাথায় আসেনা। এদিকে সোশ্যাল মিডিয়াতেও Artificial Intelligence-এর ব্যবহার বলতে গেলে ট্রেন্ডের পর্যায়ে পৌঁছেছে। কিন্তু সম্প্রতি এই AI ব্যবহার করে অতীতের এমন কিছু ব্যক্তিত্বকে জীবন্ত (পড়ুন প্রাসঙ্গিক) করে তোলা হয়েছে, যাতে নেটপাড়ায় ব্যাপক সাড়া পড়েছে! কারণ সম্প্রতি Instagram-এ পোস্ট হয়েছে মহাত্মা গান্ধী, মাদার টেরেসা, আলবার্ট আইনস্টাইন, আব্রাহাম লিংকন প্রমুখের সেলফি! হ্যাঁ ঠিকই পড়েছেন। তবে সময়ের জাল কাটিয়ে এই ব্যক্তিবর্গেরা এই প্রজন্মের মত কীর্তি করেননি।
ব্যাপারটা হচ্ছে যে, জিও জন মুল্লুর (Jyo John Mulloor) নামের এক ব্যক্তি দিন পাঁচ-ছয় আগে সোশ্যাল মিডিয়ায় মহাত্মা গান্ধী, মাদার তেরেসা, মার্টিন লুথার কিং জুনিয়র, আব্রাহাম লিংকন, আলবার্ট আইনস্টাইন এবং এলভিস প্রিসলির মতো ঐতিহাসিক ব্যক্তিত্বের কিছু এআই জেনারেটেড ছবি পোস্ট করেছেন যেগুলি এক নজরে দেখলে সেলফি বলে মনে হয়। জন, নিজেকে 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনথুসিয়াস্টিক' হিসেবে পরিচয় দেন। আর তিনি এআই সফ্টওয়্যার মিডজার্নি এবং ফটোশপ ব্যবহার করে এরকম একের পর এক আশ্চর্যজনক ছবি বা পোর্ট্রেট তৈরি করেছেন, তা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই স্পষ্ট।
যদিও মহাত্মা গান্ধী, মাদার তেরেসা প্রমুখের সম্প্রতি সাড়া ফেলা ছবিগুলি তাঁর এখনকার কাজ নয় বলে জানিয়েছেন জন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন যে এগুলি তার পুরোনো হার্ড ড্রাইভ থেকে রিকভার করা কন্টেন্ট। তবে বিশ্বজুড়ে প্রচুর মানুষ তাঁর এই নির্মাণে ভালবাসা ঢেলে দিয়েছেন। ইনস্টাগ্রামে এই ছবিগুলিতে ৩৬,০০০-এর বেশি লাইক পড়েছে। এমনকি এরকম কাজে এগিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের আরও কিছু প্রিয় ব্যক্তিত্বের ছবি তৈরি করার কথা বলেছেন কিছু কমেন্টকারী।
প্রসঙ্গত উল্লেখ্য, এআই টুল ব্যবহার করে এরকম অবাক করা ছবি এর আগেও তৈরি হয়েছে। কখনও নেতাজি সুভাষের ঝকঝকে পরিষ্কার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে, তো কখনও (এই জানুয়ারিতেই) আবার ইতিহাসের পাতায় থাকা চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক থেকে শুরু করে মহম্মদ ঘোরি, ফিরোজ শাহ তুঘলকের মত অনেকের বাস্তব ছবি সামনে এসেছে।