Tata-কে টেক্কা দিতে সেরা মাইলেজের সিএনজি মিনি ট্রাক নিয়ে এল Mahindra, বছরে 1.35 লাখ টাকার জ্বালানি সাশ্রয়

ছোট বাণিজ্যিক গাড়ির জগতে বরাবরই এক বিশ্বস্ত নাম Mahindra। প্রতিপক্ষদের টেক্কা দিতে এবার সংস্থাটি লঞ্চ করল সিএনজি পরিচালিত Jeeto Plus CNG CharSau। যা প্রকৃতপক্ষে Jeeto…

ছোট বাণিজ্যিক গাড়ির জগতে বরাবরই এক বিশ্বস্ত নাম Mahindra। প্রতিপক্ষদের টেক্কা দিতে এবার সংস্থাটি লঞ্চ করল সিএনজি পরিচালিত Jeeto Plus CNG CharSau। যা প্রকৃতপক্ষে Jeeto Plus মিনি পিকআপ ট্রাকের নতুন সিএনজি সংস্করণ। ডুয়েল সিএনজি ট্যাঙ্ক থাকার কারণে গ্যাস ভর্তি অবস্থায় প্রায় ৪০০ কিলোমিটার চলতে পারবে এটি। মাহিন্দ্রার দাবি, ছোট বাণিজ্যিক গাড়িটি কেজি প্রতি ৩৫.১ কিমি মাইলেজ দেবে। যা বেস্ট-ইন ক্লাস। আবার সর্বোচ্চ  ৬৫০ কেজি মালপত্র বহন করতে সক্ষম‌।

Jeeto Plus CNG CharSau এর দাম ৫.২৬ লাখ টাকা (এক্স শোরুম, পুণে) রাখা হয়েছে। প্রধান প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছে Tata Ace HT Plus  Ashok Leyland Dost, এবং Primier Roadstar Tipper‌। মাহিন্দ্রার স্মল কমার্শিয়াল গাড়ির ব্যবসায়িক প্রধান অমিত সাগর বলেন, “ছোট বাণিজ্যিক গাড়ির জগতে দীর্ঘ দুই বছর ধরে মাহিন্দ্রাই শীর্ষস্থান ধরে রেখেছে। পরিবহন ব্যবসায় উত্তরোত্তর যে চ্যালেঞ্জ বৃদ্ধি পাচ্ছে সেই ব্যাপারে সম্যক ধারণা আমাদের আছে। তাই আমাদের গ্রাহকদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে এই সমস্ত সমস্যার সমাধানের কাজে আমরা সারাক্ষণ নিমগ্ন। মাহিন্দ্রার অন্যান্য গাড়িগুলির মত এই নতুন  Jeeto Plus CNG CharSau মডেলটিও সিএনজি পরিচালিত গাড়ির জগতে নতুন ব্যবসার দিগন্ত উন্মোচিত করবে।”

মাহিন্দ্রার পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রধানত ছোট ও মাঝারি ব্যবসা এবং লজিস্টিক্সের মতো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে Jeeto Plus CNG CharSau । আর সেই কথা ভেবেই এই গাড়িটিকে তৈরি করা হয়েছে। এর অলিন্দে থাকা শক্তিশালী ইঞ্জিন ১৬০০ থেকে ২২০০ আর পিএম গতিতে ২০ বিএইচপি ও ৪৪ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। পাশাপাশি এতে অধিক সক্ষমতা যুক্ত ইঞ্জিন থাকায় বেশি ওজনের পণ্য থাকা অবস্থাতেও সহজেই খাড়াই রাস্তায় চলতে পারবে এই গাড়িটি। উপরন্ত Jeeto Plus CNG CharSau এর রক্ষণাবেক্ষণ খরচ বাজার চলতি অন্যান্য গাড়িগুলির থেকে যথেষ্ট কম।

Jeeto Plus CNG CharSau এ থাকা দুটি CNG ট্যাংকের ক্যাপাসিটি ৬৮ লিটার( ৪০+২৮)। এছাড়াও এর টার্নিং রেডিয়াস (ঘোরার জায়গা) ৪.৩ মিটার হওয়ায় সহজেই শহরের ব্যস্ততম রাস্তা দিয়ে চালানো সম্ভব। গাড়িটির হুইলবেস ২৫০০ মিমি। মাহিন্দ্রার জাহিরাবাদ প্লান্ট থেকে তৈরি হওয়া এই গাড়িটিতে থাকছে ৩ বছর/৭২,০০০ কিমির ওয়ারেন্টি। ডায়মন্ড হোয়াইট, আল্ট্রা মেরিন ব্লু ও সানরাইজ রেড এই তিনটি রঙে পাওয়া যাবে এটি। সংস্থা জানিয়েছে, ২ টনের নীচে SCV সেগমেন্টে প্রতিপক্ষদের তুলনায় তাদের নতুন মডেল বছরে ১.৩৫ লাখ টাকা এবং চার বছরে ৫.০৭ লাখ টাকা সাশ্রয় করতে সক্ষম।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন