Mahindra XUV300 EV: মাহিন্দ্রা সাধারণ ক্রেতাদের জন্য তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি ভারতে আনছে, লঞ্চের সময় ঘোষণা হল

আজ, মাহিন্দ্রা গোষ্ঠী (Mahindra Group) দেশের বাজারে ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি লঞ্চের সময়সীমা ঘোষণা করল৷ সংস্থার তরফে জানানো হয়েছে Mahindra XUV300 SUV-এর…

আজ, মাহিন্দ্রা গোষ্ঠী (Mahindra Group) দেশের বাজারে ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি লঞ্চের সময়সীমা ঘোষণা করল৷ সংস্থার তরফে জানানো হয়েছে Mahindra XUV300 SUV-এর ইলেকট্রিক ভার্সন আগামী বছরের তৃতীয় বা চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে ভারতে পা রাখবে৷ উল্লেখ্য, মাহিন্দ্রা বর্তমানে e-Verito মডেলের ব্যাটারিচালিত সিডান গাড়ি বিক্রি করলেও, তা শুধুমাত্র সরকারি এজেন্সি এবং ভাড়া খাটানো সংস্থাগুলির জন্য৷ তাই এবার সাধারণ ক্রেতাদের জন্য সংস্থা বৈদ্যুতিক যাত্রী গাড়ি নিয়ে আসছে৷

এসইউভি তৈরিতে দক্ষ মাহিন্দ্রা ক’বছর আগে অটো এক্সপো ইভেন্টে e-KUV100 সামনে এনেছিল৷ যদিও মাইক্রো এসইভি গাড়িটির ইলেকট্রিক ভ্যারিয়েন্ট নিয়ে পরে উচ্চবাচ্চ করেনি তারা৷ এদিকে ২০২০-এর অটো এক্সপোতে আত্মপ্রকাশ করেছিল eXUV300৷ সংস্থা তখন জানিযেছিল, এর ইলেকট্রিক মোটরের আউটপুট ৩০০ কিলোমিটার৷ মোটরে শক্তি আসবে একটি ৪০ কিলোওয়াট মোটরের ব্যাটারি প্যাক থেকে, যা একচার্জে ৩০০ কিমি অব্দি দৌড়তে পারবে৷

মাহিন্দ্রা গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অনিশ শাহ বলেছেন, এখন থেকে তারা বিদ্যুৎচালিত তিন ও চার চাকা গাড়ির বাজারে বিশেষ গুরুত্ব দেবে৷ কোন কোন পণ্য আনার পরিকল্পনা করছে সংস্থা, সেই নিয়ে খুব শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে৷ আবার মাহিন্দ্রার ইঙ্গিত, তাদের পেট্রোলচালিত কয়েকটি গাড়ির ব্যাটারিচালিত ভার্সনও বাজারে আসবে৷ অর্থাৎ সুদূর ভবিষ্যতে e-KUV100 লঞ্চ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল৷

প্রসঙ্গত, মাহিন্দ্রা গোষ্ঠী গত বছর ঘোষণা করেছিল, তারা আগামী ৭ বছরের মধ্যে ভারতে ১৬টি বৈদ্যুতিক যানবাহন আনবে৷ তার মধ্যে ৮টি এসইউভি ও ৮টি হালকা বাণিজ্যিক গাড়ি৷ বর্তমানে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে চালকের আসনে টাটা৷ তাছাড়া এই ধরনের গাড়ির বাজারে অংশীদারিত্ব বাড়াচ্ছে হুন্ডাই এবং এমজি৷ ফলে এখন থেকেই বাজার ধরতে মাহিন্দ্রার তৎপরতা দেখানো স্বাভাবিক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল৷