Mahindra থেকে Hyundai, দুর্ঘটনায় শারীরিক ক্ষতি এড়াবে এই 5 গাড়ি, পাবেন ছয়টি এয়ারব্যাগ

বিগত ক’বছরে ভারতের রাস্তায় পথ দুর্ঘটনার সংখ্যা এতোটাই বেড়েছে, যা বাস্তবেই উদ্বেগের কারণ। পরিসংখ্যানে দেখা গিয়েছে...
SUMAN 3 Aug 2022 2:40 PM IST

বিগত ক’বছরে ভারতের রাস্তায় পথ দুর্ঘটনার সংখ্যা এতোটাই বেড়েছে, যা বাস্তবেই উদ্বেগের কারণ। পরিসংখ্যানে দেখা গিয়েছে গাড়ির ভেতর থাকা যাত্রীদের ক্ষয়ক্ষতির শতকরা হার সর্বাধিক। যার অন্যতম কারণ হিসেবে গাড়িতে পর্যাপ্ত এয়ারব্যাগের অনুপস্থিতিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে দেশের সরকার। দেশের ছোট বড় সকল প্রকার গাড়িতে তাই ৬টি এয়ারব্যাগ বাধ্যতামূলক করার পথে পা বাড়িয়েছে কেন্দ্র। তবে বাজারে ইতিমধ্যেই ছ'টি এয়ারব্যাগ যুক্ত একাধিক গাড়ি উপলব্ধ রয়েছে। যেগুলির চাহিদা চোখে পড়ার মতোই। নিজের এবং অতিপ্রিয় পরিবার-পরিজনদের কথা ভেবে ইদানিং বহু ক্রেতা অত্যাধুনিক ফিচার্স ও ইঞ্জিনের পাশাপাশি গাড়ির সুরক্ষার দিকটিতেও গুরুত্ব দিচ্ছেন। তবে এই জাতীয় গাড়ি মহার্ঘ্য হওয়ার কারণে অনেকেই পিছপা হন। তাই এই প্রতিবেদনে ১৫ লক্ষ টাকার কম দামের সেরা ৫টি SUV গাড়ির খোঁজ রইল, যেগুলিতে ৬টি এয়ারব্যাগ আছে।

2022 Maruti Suzuki Brezza

গত মাসেই ভারতের বাজারে নতুন সংস্করণে লঞ্চ হয়েছে 2022 Maruti Suzuki Brezza। গ্রাহকদের কাছে সুরক্ষার দিক থেকে আকর্ষণীয় করে তুলতে এতে দেওয়া হয়েছে বেশকিছু সেফটি ফিচার। এটি  সংস্থার একমাত্র গাড়ি, যা ফোর স্টার সেফটি রেটিং পেয়েছে। নয়া ভার্সনে ৬টি এয়ারব্যাগ রয়েছে। কলকাতায় Brezza 2022-এর মূল্য ৭,৯৮,৯৪২ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু‌।

2022 Hyundai Venue

সংস্থার অতি জনপ্রিয় এসইউভি গাড়িটিকে নবরূপে সম্প্রতি লঞ্চ করেছে হুন্ডাই। নতুন মডেলের ডিজাইন এবং কেবিনে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে। 2022 Hyundai Venue ছয়টি এয়ারব্যাগ সহ হাজির হয়েছে। এটি Maruti Brezza 2022-র মূল প্রতিপক্ষ হিসেবে এসেছে। কলকাতায় Venue 2022 -এর দাম ৭,৫৩,১০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। গাড়িটির সামনে রয়েছে নতুন গ্রিল এবং পেছনে অত্যাধুনিক টেলল্যাম্প। তবে গাড়িটির এখনও গ্লোবাল এনক্যাপ (NCAP)-এর আওতায় ক্র্যাশ টেস্ট হয়নি।

Mahindra XUV700

গত বছর স্বাধীনতা দিবসের দিন ভারতে লঞ্চ হয়েছিল Mahindra XUV700। ধার ও ভার দু’দিক গাড়িটিকে পরাস্ত করা কষ্টসাধ্য। বর্তমানে এটি মাহিন্দ্রার বেস্ট-সেলিং মডেল। ৭টি এয়ারব্যাগের বিকল্পে বেছে নেওয়া যায় গাড়িটি। তবে বেস মডেলে রয়েছে ডুয়েল এয়ারব্যাগ। আবার টপ স্পেক ভ্যারিয়েন্টে উপস্থিত অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)। যা সুরক্ষার দিক থেকে XUV700-কে প্রতিপক্ষদের চাইতে কয়েক ধাপ এগিয়ে রেখেছে। নিরাপত্তার দিক থেকেও গ্লোবাল এনক্যাপ-এর থেকে ৫ তারার মানপত্র পেয়েছে এটি। দাম ১৫,২৭,৫৩০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

Hyundai Creta

ভারতের এসইউভি গাড়ির বাজারে Hyundai Creta হল একটি অতি জনপ্রিয় নাম। কারণ আকর্ষণীয় ডিজাইনের সাথে যাত্রীদের সুরক্ষার জন্য রয়েছে অতিরিক্ত সুরক্ষা। ৬টি এয়ারব্যাগ যুক্ত গাড়িটির কলকাতায় দাম ১০,৪৪,০০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। সুরক্ষা জনিত ফিচারের মধ্যে রয়েছে ভেহিকেলস স্টেবিলিটি ম্যানেজমেন্ট, ইলেকট্রনিক স্টেবিলটি কন্ট্রোল, হিল অ্যাসিস্ট কন্ট্রোল, ডায়নামিক রিয়ার ক্যামেরা সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য। প্রমাণ করা হচ্ছে এ বছর ফেসলিফ্ট সংস্করণে আনা হবে গাড়িটি।

Kia Seltos

ভারতের বাজারে আরও এক জনপ্রিয় এসইউভি গাড়ি হল Kia Seltos। সুরক্ষার দিক থেকে সম্প্রতি নতুন আপডেট পেয়েছে গাড়িটি। বর্তমানে ছয়টি এয়ারব্যাগ সহ এটি বিক্রি করা হয়। এর বেস মডেলটির এক্স-শোরুম মূল্য ১০.৪৯ লক্ষ টাকা। স্ট্যান্ডার্ড মডেলেও ছয়টি এয়ারব্যাগ যুক্ত হওয়ার পর কোম্পানি এর দাম ৩০ হাজার টাকা বাড়িয়ে দেয়। সংস্থার অপর একটি মডেল Kia Carens -এও ৬টি এয়ারব্যাগ উপলব্ধ।

Show Full Article
Next Story
Share it