Online Money Earning: ঘরে বসে অর্থ উপার্জনের সেরা দুটি উপায় জেনে নিন

Make Money Online: আজকালকার সময়ে দু-তিন বছর অন্তর প্রায় সকলেই নিজেদের মোবাইলে আপগ্রেড করে থাকেন। এক্ষেত্রে, পুরোনো মোবাইল তখন কোনো কাজে লাগে না বলে অনেকেই…

Make Money Online: আজকালকার সময়ে দু-তিন বছর অন্তর প্রায় সকলেই নিজেদের মোবাইলে আপগ্রেড করে থাকেন। এক্ষেত্রে, পুরোনো মোবাইল তখন কোনো কাজে লাগে না বলে অনেকেই তা নয়া হ্যান্ডসেট কেনার সময় এক্সচেঞ্জ করে থাকেন বা বাড়ির কোনো ড্রয়ারে ফেলে রেখে দেন। আপনার কাছেও যদি কোনো পুরোনো মোবাইল থেকে থাকে এবং অপ্রয়োজনীয় বলে তা বিক্রি করার পরিকল্পনা করে থাকেন, তবে ভুলেও এমনটা করবেন না। কারণ পুরানো স্মার্টফোন বিক্রি করে যা টাকা পাবেন, তার থেকে বহু গুন বেশি অর্থ এটিকে ব্যবহার করে আপনি উপার্জন করতে পারবেন, তাও ঘরে বসেই (Earn Money from Home)। ভাবছেন পুরানো স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আয় করতে পারবেন? তাহলে শুনুন, এমন কিছু পেশা আছে যা আপনাকে মোবাইলের মাধ্যমে টাকা রোজগারের (Earn Money from Mobile) সুযোগ করে দেয়। সর্বোপরি, এর জন্য আপনাকে একটাও গ্যাঁটের কড়ি খসাতে হবে না। শুধুমাত্র একটি পুরোনো মোবাইল ও অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন থাকলেই দৈনিক আয়ের সংস্থান সম্ভব! আজ্ঞে হ্যাঁ, এই দুটি জিনিস থাকলেই আয়ের পথ খুলে যাবে আপনার সামনে।

পুরোনো মোবাইল ব্যবহার করে ঘরে বসে অর্থ উপার্জনের উপায় (Make Money at Home using old mobile)

কনটেন্ট রাইটিং (Content Writing)

আপনি যদি স্মার্টফোনে ভয়েস টাইপিং করতে পারেন, তবে আপনার পুরানো স্মার্টফোনের সাহায্যে আপনি অনলাইনে কনটেন্ট লিখে টাকা আয় করতে পারেন। এক্ষেত্রে, ইন্টারনেট থেকে আপনি অনেক ফ্রিল্যান্স কনটেন্ট রাইটিং প্রজেক্ট সাইট পেয়ে যাবেন। যেখানে ইচ্ছানুসার সংখ্যক কনটেন্ট লেখার মাধ্যমে আপনি টাকা রোজগার করতে পারবেন। তবে এর জন্য – হিন্দি, ইংরেজি, বাংলা বা যেকোনো আঞ্চলিক ভাষার উপর ভালো দখল থাকা দরকার। একই সাথে, ‘রাইটিং স্কিল’ বা লেখার দক্ষতা থাকা প্রয়োজন ও শব্দভান্ডার সমৃদ্ধ হতে হবে। এই পেশায় আপনি ফ্রিল্যান্সার হিসাবে যোগ দিতে পারেন, অথবা কোনো সংস্থার অধীনে নিজেকে রেজিস্টার করে ফুল-টাইম কাজ করতে পারেন। তবে কাজ শুরু করার জন্য কোনো বিনিয়োগের প্রয়োজন নেই। এক্ষেত্রে, আপনি অফিসে না গিয়েই ঘরে বসে প্রতি মাসে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন।

অনলাইন ফটো সেলিং (Online Photo Selling)

ঘরে বসে রোজগার করার আরেকটি পন্থা হলো সোশ্যাল মিডিয়ায় ফটো বিক্রি করা। এর জন্য আপনার নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকা দরকার, যেখানে আপনি আপনার ফটোগ্রাফি পোস্ট করতে পারবেন। আরো সোজা ভাষায় বললে, আপনার তোলা ছবি ধারাবাহিক ভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকতে হবে এবং প্রতিটি ফটোগ্রাফির জন্য একটি নির্দিষ্ট তারিখ সেট হবে। এরপর, ছবি কিনতে আগ্রহীরা আপনার সাথে অনলাইনে যোগাযোগ করবে। আপনি আপনার কাঙ্খিত অর্থের পরিমান জানিয়ে, তাদের সেই ছবি বিক্রি করবেন। বর্তমানে এই ব্যবসাটি খুবই জনপ্রিয় হয়েছে এবং প্রতি মাসে ছবি বিক্রি করে ভাল পরিমাণ টাকা আয় করছেন ফোটোগ্রাফাররা।

এছাড়া এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলি আপনাকে ছবি আপলোড করার সুযোগ দেয় এবং সেখান থেকে ছবি বিক্রির হওয়ার পর অর্থ ব্যাংক অ্যাকাউন্টে ট্র্যান্সফার করে দেওয়া হয়।