Formula 1 গাড়ি বানিয়ে দুধ ডেলিভারি, দেশি জুগাড়ে অবাক নেটদুনিয়া
পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছেন, যারা নতুন কিছু উদ্ভাবনের নেশায় সর্বক্ষণ বুঁদ হয়ে থাকেন। নাওয়া-খাওয়া ভুলে দিনপাত করে...পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছেন, যারা নতুন কিছু উদ্ভাবনের নেশায় সর্বক্ষণ বুঁদ হয়ে থাকেন। নাওয়া-খাওয়া ভুলে দিনপাত করে দেন অবচেতন মনের ‘এক টুকরো স্বপ্ন’কে বাস্তবায়িত করার লক্ষ্যে। ভারতীয়দের মধ্যে এমন প্রবণতা কিন্তু প্রায়শই নজরে পড়ে। এজন্য সবক্ষেত্রে যে বড়সড় ডিগ্রিধারী হতেই হবে, এমনটা নয়। অতি সাধারণ মানুষকেও এমন কিছু বানিয়ে তাক লাগাতে দেখা গেছে, যা সেটা সত্যি বেনজির। হয়তো ওই ব্যক্তি নিজের প্রয়োজন মেটাতেই সেটি বানিয়েছেন। বাস্তবিক রূপ পাওয়ার পর দেখা গেছে, সেটি একটি অনন্য আবিষ্কার।
তবে এই ধরনের উদ্ভাবন বেশিরভাগ সময় যানবাহনের সাথেই সম্পর্কিত থাকতে দেখা যায়। যেমন কিছুদিন আগে এক ভদ্রলোক টাটা ন্যানো গাড়িকে হেলিকপ্টারের রূপ দিয়েছিলেন। যা দেখে অবাক হয়েছিল অসংখ্য নেটিজেন। এবার তেমনই একটি ‘ফর্মুলা ১’ (Formula 1) রেসিং গাড়ির ন্যায় দেখতে গাড়ি বানিয়ে নয়া নজির গড়লেন এক ভারতীয় দুধ ব্যবসায়ী। প্রধানত দুধ সরবরাহ করতেই তিনি এটি বানিয়েছেন। যা দেখে বিস্ময় প্রকাশ করেছেন স্বয়ং মাহিন্দ্রা ও মাহিন্দ্রা-র কর্ণধার আনন্দ মাহিন্দ্রা।
সম্প্রতি রোডসঅফমুম্বাই নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে দেখা গেছে, রাস্তার এক পাশ দিয়ে অবিকল ফর্মুলা ১-এর ন্যায় দেখতে একটি গাড়িতে মাথায় হেলমেট পরিধান অবস্থায় পেছনে দুধের ড্রাম নিয়ে বহাল তবিয়তে ছুটে চলেছেন এক ব্যক্তি। ওই ব্যক্তিকে ওভারটেক করা কালীন পাশের একটি গাড়ি থেকে ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে। যদিও গাড়িটি সম্পূর্ণ অনাবৃত অবস্থায় দেখা গেছে।
টুইটারে আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ১২ লক্ষের বেশি মানুষ দেখেন, ২,৯০৭ জন রি-টুইট করেন এবং ১৯,৫০০টি লাইক পড়ে তাতে। যা নজর এড়ায়নি আনন্দ মাহিন্দ্রার। তিনিও রি-টুইট করে লেখেন, “আমি নিশ্চিত নই যে তাঁর গাড়ি রাস্তার নিয়ম মেনে চলে কিনা, কিন্তু আমি আশা করি গাড়ির প্রতি তাঁর আবেগ অনিয়ন্ত্রিত…এমন একটি সেরা জিনিস যা আমি দীর্ঘকাল বাদে দেখছি।” এমনকি আনন্দ মাহিন্দ্রা লেখেন যে, ওই দুধ ব্যবসায়ীর সাথে তিনি দেখা করতে চান।
বিভিন্ন নেটাগরিক ভিডিয়োটি দেখে নানান ইতিবাচক মন্তব্য করেন। কেউ বলেন এটি হচ্ছে ভারতীয় টেসলা এফ১ (Tesla F1), তো আবার কেউ লেখেন, আনন্দ মাহিন্দ্রা তাঁকে একটি নতুন গাড়ি উপহার দিতে চলেছেন। তবে এটি সত্যি যে এর আগেও মাহিন্দ্রা বিভিন্ন মানুষকে গাড়ি উপহার দিয়েছেন। কিছুদিন আগে এক ব্যক্তি তাঁর বৃদ্ধা মাকে বহু পুরনো বাজাজ চেতক স্কুটারে বসিয়ে এক তীর্থ স্থানের নিয়ে গিয়েছিলেন। স্কুটারে মাকে বসিয়ে পূণ্যস্থান ভ্রমণ করাতে শোনা গেছিল। যা দেখে গাড়ি নির্মাতা সংস্থা মাহিন্দ্রার কর্ণধার আনন্দ মাহিন্দ্রা একটি KUV100 গাড়ি উপহার দিয়েছিলেন।