Nokia 3310 গিলে ফেলে হাসপাতালে ছুটলেন ব্যক্তি, তার পর…

মাঝেমধ্যে নেটদুনিয়ায় এমন সব ঘটনার কথা প্রকাশিত হয়, যা দেখা বা শোনার পর আমাদের চোখ কপালে ওঠে। কিন্তু এত বৈচিত্র্যের মধ্যে যদি শোনেন কোনো মানুষ…

মাঝেমধ্যে নেটদুনিয়ায় এমন সব ঘটনার কথা প্রকাশিত হয়, যা দেখা বা শোনার পর আমাদের চোখ কপালে ওঠে। কিন্তু এত বৈচিত্র্যের মধ্যে যদি শোনেন কোনো মানুষ আস্ত ফোন গিলে ফেলেছে, তাহলে আপনার হয়ত চোখ কপাল ছাড়িয়ে তালুতেও পৌঁছে যেতে পারে! শুনতে অবাক লাগলেও সম্প্রতি ঠিক এমনটাই ঘটেছে ইউরোপের কসোভো নিবাসী এক ব্যক্তির সাথে। রিপোর্ট অনুযায়ী, ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি গিলে ফেলেছিলেন আস্ত Nokia 3310 (নোকিয়া ৩৩১০) ফোন। সময়মত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, একটি অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর জীবন রক্ষা করেন চিকিৎসকরা।

Nokia ফিচার ফোন গিলে ফেলেও প্রাণে বাঁচলেন ব্যক্তি

উক্ত চাঞ্চল্যকর ঘটনার কেন্দ্রবিন্দু অর্থাৎ কসোভো নিবাসী ওই ব্যক্তির, অস্ত্রোপচারকারী মেডিকেল টিমের প্রধান স্কেন্ডার তেলজাকু ফেসবুকে গোটা ঘটনা জানিয়ে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি রোগীর পেট থেকে উদ্ধার হওয়া গোলাপী রঙের নোকিয়া ফোনের ছবি এবং তাঁর এন্ডোস্কোপ, অপারেশনের এক্স-রে ছবিও শেয়ার করেছেন। এছাড়া, ওই পোস্টে তেলজাকু বলেছেন যে, ফোনটি চারদিন ধরে রোগীর পেটের মধ্যে ছিল। প্রায় দুই ঘণ্টা ধরে অস্ত্রোপচার চালিয়ে কোনো জটিলতা ছাড়াই সেটি উদ্ধার করা হয়।

নিউজউইকের মতে, হ্যান্ডসেট গিলে ফেলার পর তীব্র ব্যথা অনুভব হওয়ায় রোগী নিজেই হাসপাতালে গিয়েছিলেন। তখন চিকিৎসকরা স্ক্যান করে দেখেন যে তাঁর পেটে আস্ত একটি ফোন রয়েছে যা তিন টুকরো হয়ে গেছে। সেক্ষেত্রে ফোনের সবচেয়ে বিপজ্জনক অংশ ছিল ব্যাটারি; এটি যেকোনো সময় পেটে বিস্ফোরিত হতে পারত এবং রোগীর শরীরে মিশে যেত বিষাক্ত রাসায়নিক পদার্থ। তাই, ফোনের ব্যাটারির অংশটি নিয়ে চিকিৎসকরা চিন্তায় ছিলেন বলে তেলজাকু জানিয়েছেন।

উল্লেখ্য, ফিচার ফোন হিসেবে নোকিয়া ৩৩১০-এর জনপ্রিয়তা, লঞ্চের প্রায় ২১ বছর পরেও অটুট! যথেচ্ছ ব্যবহারে ব্যাটারির চার্জ ফুরাবে না, হাজার আঘাতেও ভাঙবে না – এই সমস্ত বিশেষণ ফোনটির সাথে জড়িয়ে আছে। এখনো পর্যন্ত এটির বিশ্বব্যাপী ১২৬ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। সেক্ষেত্রে ফোন গিলে ফেলার এই অদ্ভুত ঘটনায়, নোকিয়া ৩৩১০-এর গায়ে আরো একটি ট্যাগ জুটল বটে, কিন্তু কিভাবে এই অদ্ভূত ঘটনা ঘটল সে সম্পর্কে কিছুই জানা যায়নি!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন