Maruti Grand Vitara: ছোট গাড়ির সম্রাট মারুতির নতুন SUV-র নাম ঘোষণা হল, ইঞ্জিন ও ইলেকট্রিক মোটরের সমন্বয়ে চলবে, প্রি-বুকিং শুরু

এতদিন YFG কোডনামে পরিচিত ছিল। সাংকেতিক নামের আড়ালে এবার তাদের নয়া SUV মডেলের অফিশিয়াল নাম ঘোষণা করল মারুতি সুজুকি (Maruti Suzuki)। সংস্থার আসন্ন মাঝারি-আকারের এসইউভি…

এতদিন YFG কোডনামে পরিচিত ছিল। সাংকেতিক নামের আড়ালে এবার তাদের নয়া SUV মডেলের অফিশিয়াল নাম ঘোষণা করল মারুতি সুজুকি (Maruti Suzuki)। সংস্থার আসন্ন মাঝারি-আকারের এসইউভি গাড়ির নাম হবে Maruti Grand Vitara। যা আগামী ২০ জুলাই বিশ্বব্যাপী উন্মোচিত হবে৷ অগ্রিম বুকিংও শুরু হয়েছে। মারুতি সুজুকির ওয়েবসাইট বা নেক্সা ডিলারশিপে গিয়ে ১১,০০০ টাকা পেমেন্ট করে প্রি-বুক করতে পারবেন আগ্রহীরা।

Maruti Suzuki Grand Vitara

প্রিমিয়াম গাড়ি হওয়ার কারণে সংস্থার নেক্সা ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হবে। এটি আসলে সদ্য উন্মোচিত Toyota Urban Cruiser Hybrid-এর মারুতি ভার্সন। গাড়িটি টয়োটা ও সুজুকি যৌথ ভাবে তৈরি করেছে। ফলে উভয় সংস্থাই নিজস্ব সংস্করণ নিয়ে হাজির হবে। টয়োটা আগেই তা করে দেখিয়েছে৷ আর এখন মারুতির পালা। Toyota Urban Cruiser Hybrid-এর সাথে Maruti Grand Vitara-র অনেকাংশে মিল থাকবে৷ তবে দেখতে যাতে আলাদা হয়, তা নিশ্চিত করতে গঠনে কিছু পরিবর্তন করা হতে পারে।

লঞ্চ হওয়ার পর কিয়া সেল্টোস, ফোক্সভাগেন টাইগুন এবং স্কোডা কুশাকের মতো জনপ্রিয় গাড়ির সাথে মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা প্রতিযোগিতা করবে। উল্লেখ্য, মারুতি সুজুকিএর আগেও গ্র্যান্ড ভিটারা নামের সাথে একটি এসইউভি লঞ্চ করেছিল। কিন্তু  বাজারে সাফল্য না পাওয়ায় বেশিদিন চলতে পারেনি। যার জন্য দামকেই দায়ী করেন অনেকে। তবে নতুন প্রজন্নের মারুতি গ্র্যান্ড ভিতারা তার পুরনো মডেলের মতো পরিণাম দেখতে হবে না বলে আশা করা হচ্ছে। এসইউভিটি মারুতি এবং টয়োটার যৌথ প্রয়াসে কর্ণাটকের বিদাদি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে উৎপাদন করা হবে

ফিচার্স

বিভিন্ন রেন্ডার দেখে স্পষ্ট, মারুতির অন্যান্য গাড়ির তুলনায় গ্র্যান্ড ভিতারার ডিজাইন আলাদারকম হবে। টয়োটা হাইরাইডারের দেখাদেখি স্প্লিট হেডল্যাম্প সেটআপ দেওয়া হবে এতে। বিশেষ ফিচারগুলির  মধ্যে থাকতে পারে ছয় এয়ারব্যাগ, ভেন্টিলেশন যুক্ত ফ্রন্ট সিট, প্যানোরমিক সানরুফ, হেড-আপ ডিসপ্লে, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল, ফ্রিস্ট্যান্ডিং টাচস্ক্রিন ইনফোটমেন্ট সিস্টেম, ক্রুজ কন্ট্রোল, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, প্রভৃতি।

পারফরম্যান্স

মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা দুই পেট্রল ইঞ্জিন অপশনে আসবে। যা টয়োটা হাইরাইডারকেও চালিকাশক্তি যোগাবে। তার মধ্যে একটি স্ট্রং হাইব্রিড ভার্সন এবং একটি মাইল্ড হাইব্রিড ভার্সন। স্ট্রং হাইব্রিড ভার্সনে ৯২ পিএস ক্ষমতা এবং ১২২ এনএম টর্ক উৎপাদনকারী ইঞ্জিন থাকবে। আবার এর সাথে ৭৯ পিএস ক্ষমতা এবং ১৪১ এনএম টর্কযুক্ত ইলেকট্রিক মোটর সংযুক্ত করা হবে। পেট্রোল ইঞ্জিন সহ বৈদ্যুতিক মোটরটি একত্রিত ভাবে উৎপন্ন করবে ১১৫ পিএস ক্ষমতা। অন্য দিকে গ্র্যান্ড ভিতারার মাইল্ড হাইব্রিড ভার্সনটি ১.৫ লিটার পেট্রল ইঞ্জিন দ্বারা চালিত হবে যার আউটপুট ১০৩ পিএস এবং ১৩৭ এনএম।