Maruti Suzuki Baleno CNG: খুব শীঘ্রই মারুতি ব্যালেনোর সিএনজি সংস্করণ বাজারে আসছে
মারুতি সুজুকি (Maruti Suzuki) ভবিষ্যতে যে আরও একাধিক সিএনজি মডেলের গাড়ির নিয়ে আসবে, সে বিষয়টি আগেই খোলসা করেছিল। তবে...মারুতি সুজুকি (Maruti Suzuki) ভবিষ্যতে যে আরও একাধিক সিএনজি মডেলের গাড়ির নিয়ে আসবে, সে বিষয়টি আগেই খোলসা করেছিল। তবে এতদিন কেবলমাত্র সংস্থার এরিনা (Arena) ডিলারশিপ চ্যানেলে বিক্রি হওয়া গাড়ির মডেলগুলির সিএনজি সংস্করণ বাজারে এসেছে। কিন্তু এই প্রথম সংস্থার প্রিমিয়াম চ্যানেল নেক্সা (Nexa)-য় বিক্রিত Baleno-র সিএনজি ভ্যারিয়েন্ট আনতে চলেছে সংস্থাটি। যা খুব শীঘ্রই ভারতের বাজারে পা রাখতে চলেছে বলেই খবর।
সিএনজি চালিত যানবাহন পেট্রল-ডিজেল গাড়ির তুলনায় পরিবেশবান্ধব হিসেবে বিবেচিত হয়। কারণ এই জাতীয় গাড়ির থেকে কার্বন নির্গমনের পরিমাণ তুলনামূলক কম। আবার পেট্রল-ডিজেলের তুলনায় সিএনজির খরচ কম। বর্তমানে কলকাতায় এক কেজি সিএনজি-র দাম মাত্র ৩৫.৭১ টাকা। যে কারণে পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্যের কথা ভেবে বহু গ্রাহক এই বিকল্প জ্বালানির গাড়ির দিকে ঝুঁকছেন। আর গ্রাহকদের আবেদনেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মারুতি সুজুকি।
মারুতি সুজুকি ব্যালেনো (Maruti Suzuki Baleno)-র সিএনজি ভার্সন নিয়ে আসার প্রসঙ্গে সংস্থার সিনিয়র ইডি (মার্কেটিং এবং সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব (Shashank Srivastava) বলেছেন, “আমরা Baleno-র সিএনজি সংস্করণটি নিয়ে আসার বিষয়ে পরিকল্পনা করছি।” তিনি জানান, “যদিও Nexa-র অধীনে সিএনজি মডেলের গাড়ি খুচরা বিক্রয় করার পরিকল্পনা ছিল না সংস্থার। কিন্তু গ্রাহকদের প্রতিক্রিয়া এই পরিকল্পনা পরিবর্তনে প্ররোচনা দিয়েছে।”
যদিও বর্তমানে Nexa চেইনে আরও একাধিক মডেলের গাড়ির সিএনজি ভার্সন নিয়ে আসার কথা চিন্তাভাবনা করছে মারুতি। এই প্রসঙ্গে শ্রীবাস্তব বলেছেন, “গ্রাহকরা সিএনজি বিকল্পকে সেরা মনে করছেন। কারণ এই জাতীয় যানবাহন পেট্রল-ডিজেল গাড়ির তুলনায় চালানোর খরচ অনেক কম।” প্রসঙ্গত, Nexa চেইনের অধীনস্থ প্রিমিয়াম গাড়ির মডেলগুলি হল - Maruti Suzuki Ignis, Ciaz, XL6, S-Cross এবং Baleno।
এদিকে, Maruti Suzuki-র সিএনজি গাড়ি বিক্রি বিগত বছরগুলিতে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যেমন ২০১৯-২০ আর্থিক বর্ষে মোট ১.০৬ লক্ষ সিএনজি গাড়ি বেচেছিল তারা। ২০২০-২১ এ সেই সংখ্যাটি পৌঁছায় ১.৬৩ লক্ষে । আবার চলতি আর্থিক বর্ষে মোট ২.৪০ লক্ষ ইউনিট বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে মারুতি। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের প্রথম সংস্থা হিসেবে দশ লাখের বেশি সিএনজি গাড়ি বিক্রির কৃতিত্ব অর্জন করেছে মারুতি৷