Maruti Electric Car: মারুতির প্রথম ইলেকট্রিক গাড়ি কবে লঞ্চ হবে, বহুচর্চিত প্রশ্নের জবাব দিল সংস্থা

কিছুদিন আগে হোক বা পড়ে, ব্যাটারি চালিত গাড়ির বাজারে পদার্পণ করতে হবে সকল সংস্থাকেই। কারণ নদীর স্রোত যে হারে বৈদ্যুতিক...
SUMAN 8 Aug 2022 2:32 PM IST

কিছুদিন আগে হোক বা পড়ে, ব্যাটারি চালিত গাড়ির বাজারে পদার্পণ করতে হবে সকল সংস্থাকেই। কারণ নদীর স্রোত যে হারে বৈদ্যুতিক যানবাহনের দিকে বইছে, তাতে বাজারের টিকে থাকতে হলে এছাড়া ভিন্ন কোনো উপায় নেই। যার আঁচ পেতে বাকি নেই কোম্পানিগুলির। কিন্তু তা সত্ত্বেও বাজারে ইলেকট্রিক গাড়ি আনার দৌড়ে পিছিয়ে রয়েছে কয়েকটি সংস্থা। উদাহরণস্বরূপ নাম নেওয়া যায় দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki)-র। যেক্ষেত্রে প্রথম সারির অপর দুই সংস্থা Tata, Hyundai ইতিমধ্যেই এক্ষেত্রে অনেকটা পথ এগিয়ে গিয়েছে। তবে এবারে ইন্দো জাপানি সংস্থাটি ২০২৫-এর মধ্যে বাজারে বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করল। ২০২৪-২৫ থেকে গুজরাতের কারখানায় সেগুলি নির্মাণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।

ভারতে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির সংখ্যা বৃদ্ধি করবে বলে জানিয়েছে মারুতি সুজুকি। হরিয়ানায় আরও দুটি উৎপাদন কেন্দ্র গড়ে তুলবে তারা। এই প্রেক্ষিতে প্রাথমিক পর্যায়ে ১১,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রথম কারখানাটি ২০২৫ এবং দ্বিতীয়টি তার পরের বছর নির্মাণ করা হবে। এদিকে আসন্ন প্রথম বৈদ্যুতিক মডেল সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মারুতি। তবে বৈদ্যুতিক গাড়ির প্রধান উপকরণ ব্যাটারি মহার্ঘ হওয়ার কারণে দাম ১০ লাখ টাকার বেশি হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

মারুতি জানিয়েছে, তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি এদেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য উপযুক্ত কিনা, সেটা দীর্ঘ দিন ধরে ট্রায়াল চালিয়ে ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। গুঞ্জনে শোনা যাচ্ছে, মারুতির প্রথম ইলেকট্রিক গাড়ি একটি মাঝারি আকৃতির এসইউভি হবে, যেটি সুজুকি এবং টয়োটা যৌথভাবে তৈরি করবে। ২০২৩ অটো এক্সপো-তে এর নমুনা মডেলটি সর্বসমক্ষে আনা হতে পারে। ৪৮ কিলোওয়াট আওয়ার ও ৫৯ কিলোওয়াট আওয়ার – এই দুই ব্যাটারির বিকল্পে আসতে পারে গাড়িটি। রেঞ্জ হবে যথাক্রমে ৪০০ ও ৫০০ কিলোমিটার।

সূত্রের খবর, মারুতি সুজুকির প্রথম বৈদ্যুতিক গাড়িটি গত মাসে উন্মোচিত Grand Vitara এর ইলেকট্রিক ভার্সনে হওয়ার সম্ভাবনা। টয়োটা ও মারুতি সুজুকির যৌথভাবে তৈরি করেছে এটি। সামনের মাসে লঞ্চ। ১.৫ লিটার TNGA পেট্রোল সহ স্ট্রং হাইব্রিড টেক এবং ১.৫ লিটার K15C ডুয়েল জেড ইঞ্জিন সহ স্মার্ট হাইব্রিড সিস্টেম – এই দুটি মডেলে বেছে নেওয়া যাবে। মোট চারটি ট্রিমে আসবে এটি – সিগমা, ডেল্টা, জিটা এবং আলফা। Grand Vitara-র দাম ৯.৫০ লাখ টাকা থেকে শুরু হতে পারে।

Show Full Article
Next Story
Share it