SUV গাড়ির বাজারে এবার কি দিন ফিরতে চলেছে Maruti Suzuki-র, Grand Vitara-র বুকিং লাফিয়ে লাফিয়ে বাড়ছে

টয়োটা (Toyota)-র প্রযুক্তিতে ভর করে দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) বানিয়ে ফেলেছে...
SUMAN 5 Sept 2022 12:57 PM IST

টয়োটা (Toyota)-র প্রযুক্তিতে ভর করে দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) বানিয়ে ফেলেছে অত্যাধুনিক হাইব্রিড প্রযুক্তির এসইউভি গাড়ি। যার নাম Grand Vitara। এ মাসেই ভারতের বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হচ্ছে গাড়িটি। জুলাইয়ে আত্মপ্রকাশের পর সে মাসের ১১ তারিখ থেকে অগ্রিম বুকিং নেওয়া শুরু করে ইন্দো-জাপানি সংস্থাটি। এখনও পর্যন্ত যার বুকিং ৪৫,০০০ পার করার কথা জানিয়েছে মারুতি সুজুকি। লঞ্চের পর এটি Hyundai Creta, Kia Seltos ইত্যাদি গাড়ির সাথে সম্মুখ সমরে সামিল হবে।

আবার বর্তমানে Grand Vitara ও নতুন প্রজন্মের Brezza সম্মিলিত বুকিং হয়েছে ১.৪৫ লক্ষের বেশি। যেখানে Brezza একাই দু’মাসের ব্যবধানে ১ লক্ষের অধিক অর্ডার পেয়েছে। আর Grand Vitara-র ৪৫,০০০-এর বুকিং পেতে সময় লেগেছে ৫০ দিনের কম। যার মধ্যে ৪৬% ক্রেতা গাড়িটির স্ট্রং হাইব্রিড ভ্যারিয়েন্টের জন্য বরাত দিয়েছেন। ফলে এসইউভি গাড়ির বাজারে মারুতির দিন ফিরতে চলেছে বলেই মনে করছে একাংশ।

মারুতি সুজুকির পোর্টফোলিওতে Grand Vitara ফ্ল্যাগশিপ এসইউভি মডেল হিসেবে জায়গা পেয়েছে। এটি আবার সংস্থার প্রথম স্ট্রং হাইব্রিড গাড়ির মডেল। দু’ধরনের ইঞ্জিনের বিকল্পে অফার করা হবে গাড়িটি। ১.৫ লিটার e-CVT পেট্রল ইঞ্জিনের সাথে স্ট্রং হাইব্রিড প্রযুক্তি। অন্যদিকে ১.৫ লিটার মিল্ড হাইব্রিড পেট্রোল মিল। যার সাথে সংযুক্ত ৫-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন।

মিল্ড-হাইব্রিড Grand Vitara-র ম্যানুয়াল ভ্যারিয়েন্টে থাকছে অল হুইল ড্রাইভ (AWD)-এর বিকল্প। ২৭.৯৭ কিমি/লিটার মাইলেজ দেবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। গ্রান্ড ভিতারার স্ট্রং হাইব্রিড ভার্সনটি হচ্ছে ভারতের সর্বাধিক জ্বালানি সাশ্রয়কারী এসইউভি। চলতি মাসে লঞ্চের দিনই গাড়িটির দাম ঘোষণা করবে সংস্থা। অনুমান করা হচ্ছে, মডেল অনুযায়ী এর মূল্য ৯.৫০-১৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে।

Show Full Article
Next Story