বৈদ্যুতিন যন্ত্রাংশে ত্রুটির আশঙ্কায় বাজার থেকে ১.৮১ লক্ষ গাড়ি ফেরাচ্ছে Maruti Suzuki

রিকল অর্ডার জারি করল দেশের বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki)৷ মোটর জেনারেটরে ত্রুটির আশঙ্কায় দেশে ১.৮১...
SHUVRO 4 Sept 2021 11:12 AM IST

রিকল অর্ডার জারি করল দেশের বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki)৷ মোটর জেনারেটরে ত্রুটির আশঙ্কায় দেশে ১.৮১ লক্ষ গাড়ি ফেরাচ্ছে তারা। ত্রুটি মেরামতের জন্য এর আগেও বাজার থেকে গাড়ি ফিরিয়েছে সংস্থাটি৷ তবে এবার ফেরত নেওয়া গাড়ির পরিমাণ সর্বোচ্চ।

শুক্রবার মারুতি সুজুকি জানিয়েছে, ২০১৮ সালের ৪ মে থেকে ২০২০ সালের তৈরি হওয়া Ciaz, S-Cross, Vitara Brezza, Ertiga এবং XL6-এর পেট্রোল ভ্যারিয়েন্টের মোটর জেনারেটরে ত্রুটি থাকতে পারে।

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে উল্লিখিত গাড়িগুলির মোটর জেনারেটরে ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। বৈদ্যুতিন যন্ত্রাংশটির পর্যবেক্ষণ বা বদলের জন্য আলাদা করে কোনও টাকা নেওয়া হবে না বলেই জানিয়েছে মারুতি সুজুকি। তবে কোম্পানির পরামর্শ, মোটর জেনারেটর পর্যবেক্ষণ না করা পর্যন্ত জমা জল রয়েছে এমন এলাকা এড়িয়ে যাওয়াই শ্রেয়। পাশাপাশি, গাড়ির বৈদ্যুতিন যন্ত্রাংশে যাতে জল না লাগে, সে দিকেও নজর রাখতে বলেছে সংস্থা।

মারুতি সুজুকির অথোরাইজড ডিলারশিপ থেকে গাড়ি মালিকদের সঙ্গে যোগাযোগ করা হবে। Vitara Brezza, Ertiga-র মালিকেরা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে গাড়ির চেসিস নম্বর দিয়ে দেখতে পারবেন, তাদের গাড়ি রিকল লিস্টে আছে কী না। অন্য দিকে, Ciaz, S-Cross, ও XL-6 গাড়ির মালিকেরা মারুতি সুজুকির নেক্সার ওয়েবসাইটে গিয়ে চেসিস নম্বর দিয়ে তাদের গাড়িতে ত্রুটি আছে কি না চেক করতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it