প্রিমিয়াম ফোনের জন্য মিডিয়াটেক আনছে সবচেয়ে শক্তিশালী প্রসেসর Dimensity 9200+
Mediatek এই বছরের শুরুতেই প্রিমিয়াম ফোনের জন্য তাদের সবচেয়ে শক্তিশালী প্রসেসর হিসেবে Dimensity 9200 লঞ্চ করেছিল।...Mediatek এই বছরের শুরুতেই প্রিমিয়াম ফোনের জন্য তাদের সবচেয়ে শক্তিশালী প্রসেসর হিসেবে Dimensity 9200 লঞ্চ করেছিল। ইতিমধ্যেই এই প্রসেসর Vivo-র ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার করা হয়েছে। তবে শোনো যাচ্ছে, চিপ নির্মাতাটি শীঘ্রই এর একটি আপডেট ভার্সন বাজারে আনবে। নতুন এই প্রসেসরের নাম রাখা হবে Mediatek Dimensity 9200+, আর এটিই সংস্থার এবছরের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর হবে।
জনপ্রিয় টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন আজ এমনটাই দাবি করেছেন। এর আগেও আমরা মিডিয়াটেককে এই কাজ করতে দেখেছি। আশা করা যার ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসরের সিপিইউ ফ্রিকোয়েন্সি আরও বাড়ানো হবে।
উল্লেখ্য, ডাইমেনসিটি ৯২০০ অক্টা কোর স্ট্র্যাকচার সহ এসেছে, যেখানে একটি দ্রুত কর্টেক্স এক্স-২ কোর উপস্থিত, যা ৩ গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি অফার করে। এছাড়া আছে তিনটি এ৭১০ কোর ও চারটি কর্টেক্স এ৫১০ কোর। আবার এতে পাওয়া যাবে মালি জি৭১৫ জিপিইউ।
সেক্ষেত্রে আশা করা যায়, Mediatek Dimensity 9200+ প্রসেসরে মূল ভার্সনের মতো ১+৩+৪ কোর স্ট্র্যাকচার থাকবে। তবে প্রাইমারি কোরের ফ্রিকোয়েন্সি ৩.০৫ গিগাহার্টজ পর্যন্ত করা হতে পারে। এটি টিসিএমসি কোম্পানির ৪এনএম আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হবে।