প্রথম দিনেই ৮৭ লক্ষের বেশি অর্ডার, পুজো সেলে ব্যবসা ফুলে ফেঁপে উঠছে Meesho -র

সফটব্যাংক সমর্থিত ই-কমার্স সংস্থা মিশো (Meesho) শনিবার জানিয়েছে, পুজো উপলক্ষে আয়োজিত পাঁচদিনের সেলের প্রথম দিন অর্থাৎ শুক্রবারে তারা প্রায় ৮৭.৬ লাখ অর্ডার পেয়েছে, যা তাদের…

সফটব্যাংক সমর্থিত ই-কমার্স সংস্থা মিশো (Meesho) শনিবার জানিয়েছে, পুজো উপলক্ষে আয়োজিত পাঁচদিনের সেলের প্রথম দিন অর্থাৎ শুক্রবারে তারা প্রায় ৮৭.৬ লাখ অর্ডার পেয়েছে, যা তাদের ব্যবসায় প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি নিয়ে এসেছে।

মূলত টায়ার ২, ৩ এবং ৪ ভুক্ত শহরগুলি থেকে প্রথম দিনে প্রায় ৮৫ শতাংশ অর্ডার করা হয়েছে বলে সংস্থাটি এক বিবৃতিতে বলেছে। পাশাপাশি Meesho জানিয়েছে যে, তারা জামনগর, আলাপ্পুঝা, ছিন্দওয়ারা, দাভাঙ্গেরে, হাসান, গোপালগঞ্জ, গুয়াহাটি, সিওয়ান, তাঞ্জাভুর এবং অম্বিকাপুরের মতো দেশের বিভিন্ন অঞ্চল থেকেও অর্ডার পেয়েছে।

সংস্থার বিবৃতি থেকে উঠে এসেছে যে, ফ্যাশন, বিউটি এবং পার্সোনাল কেয়ার, হোম এন্ড কিচেন এবং ইলেকট্রনিক অ্যাক্সেসরিজগুলি বেশি অর্ডার করেছে মানুষ। আবার উৎসবের কেনাকাটা হিসেবে অনেকে শাড়ি থেকে ঘড়ি, গহনা সেট, মোবাইল কেস এবং কভার, ব্লুটুথ হেডফোন প্রভৃতিও কিনেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন