পলিসিতে বদল আনল Meta! Facebook, Instagram এবং WhatsApp চালানোর নিয়মে আসছে পরিবর্তন

সম্প্রতি মেটা (Meta) তার পলিসি পরিবর্তন করার কথা ঘোষণা করেছে। যার ফলে আগামী দিনে ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram), হোয়াটসঅ্যাপ (WhatsApp) চালানোর নিয়ম বদলে যাবে। সামাজিক…

সম্প্রতি মেটা (Meta) তার পলিসি পরিবর্তন করার কথা ঘোষণা করেছে। যার ফলে আগামী দিনে ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram), হোয়াটসঅ্যাপ (WhatsApp) চালানোর নিয়ম বদলে যাবে। সামাজিক সমস্যাযুক্ত বিজ্ঞাপনগুলিকে কেন্দ্র করে এই নতুন নিয়মগুলি প্রণয়ন করা হচ্ছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পরে Facebook এবং Instagram-এ বিজ্ঞাপনের ওপর ডিসক্লেমার জারি হবে। সেইসাথে আরও অনেক পরিবর্তন করা হয়েছে। আসুন সেগুলি সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

কেন পলিসি পরিবর্তন করা হচ্ছে

বস্তুত, গত কয়েক বছরে মেটার (আগে ফেসবুক) বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করার একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে ভবিষ্যতে যাতে প্ল্যাটফর্মগুলির দিকে কেউ কোনোভাবে আঙুল তোলার সুযোগ না পায়, সেই কারণেই মেটা কিছু নতুন নিয়ম চালু করেছে। সংস্থাটি দাবি করেছে যে, নির্ঝঞ্ঝাটে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন করার পাশাপাশি জনগণ যাতে ভালোভাবে ভোট দিতে পারে, সেই উদ্দেশ্যে প্ল্যাটফর্মটিকে সেরা প্রমাণ করতে ইতিমধ্যেই সংস্থাটি প্রচুর বিনিয়োগ করেছে। এখন মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মগুলিতে জনমত এবং নির্বাচনী এলাকায় জনগণের ভোট সহ বিজ্ঞাপনগুলি ডিসক্লেমার সহ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন বিজ্ঞাপনগুলির ক্ষেত্রে এই নিয়মগুলি প্রযোজ্য

  • অপরাধ
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • সামাজিক ইস্যু সংক্রান্ত
  • নির্বাচন বা রাজনৈতিক
  • আলোচনা, বিতর্ক এবং অ্যাডভোকেসি সম্বন্ধীয় বিজ্ঞাপন
  • রাজনৈতিক মূল্যবোধ ও শাসন
  • নাগরিক ও সামাজিক অধিকার
  • অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি

এবার থেকে ব্যবহারকারীরা তাদের তথ্য প্রকাশ না করে বিজ্ঞাপন ইস্যু করতে পারবেন না। ২০১৯ সালে ভারতে সাধারণ নির্বাচনে এমনই একটি উদ্যোগ দেখা গিয়েছিল, যেখানে সরকারী ফটো আইডি ব্যবহার করার পরে বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন দিতে দেওয়া হয়েছিল। Meta-র বিবৃতি অনুযায়ী, যদি কোনো রাজনৈতিক, নির্বাচনী বা সামাজিক ইস্যুর বিজ্ঞাপন Facebook-এ ডিসক্লেমার ছাড়াই পোস্ট করা হয়, তবে সেগুলিকে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে। সেইসাথে যারা এই ধরনের বিজ্ঞাপন জারি করে তাদেরকেও ব্ল্যাক লিস্ট করতে পারে সংস্থাটি।