ভুয়ো খবর ও নকল ছবি আর শেয়ার করা যাবে না WhatsApp-এ, হেল্পলাইন চালু করছে Meta

Meta মালিকানাধীন WhatsApp ভারতে হেল্পলাইন পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে। হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, এই হেল্পলাইনগুলির মাধ্যমে ভুল তথ্য, এআই থেকে জেনারেটেড ভুয়ো কনটেন্ট…

Meta মালিকানাধীন WhatsApp ভারতে হেল্পলাইন পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে। হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, এই হেল্পলাইনগুলির মাধ্যমে ভুল তথ্য, এআই থেকে জেনারেটেড ভুয়ো কনটেন্ট এবং ডিপফেকের (DeepFake) বিরুদ্ধে অভিযোগ করা যাবে।
 
মেটা এবং মিসইনফরমেশন কমব্যাট অ্যালায়েন্স (MCA) জানিয়েছে যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য শীঘ্রই একটি হেল্পলাইন ডেস্ক চালু করা হবে, যেখানে ব্যবহারকারীরা ভুয়া তথ্য সম্পর্কে অভিযোগ করতে পারবেন। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারত সহ বিশ্বের একাধিক দেশে ভুয়ো ও এআই জেনারেটেড কনটেন্ট রুখতে হাত মিলিয়েছে Google, Amazon, Microsoft এবং Meta-র মতো প্রায় ২০টি প্রযুক্তি সংস্থা।

উল্লেখ্য, ডিপফেক এই সময়ে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডিপফেক ফটো বা ভিডিও যে কোনও ফরম্যাটে হতে পারে। বর্তমানে ডিপফেক এতটাই নির্ভুল হয়ে উঠছে যে আসল ও নকল ছবির মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। ডিপফেকের বিরুদ্ধে লড়াই করার জন্য, এমসিএ একটি সেন্ট্রাল ডিপফেক অ্যানালিসিস ইউনিট তৈরি করছে বলে জানা গেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন