MG ZS EV: প্রতি মাসে বুকিং সাতশোর ঘরে, ভারতে মরিস গ্যারাজ-এর এই বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে 145%

২০২০-এর জানুয়ারি মাসে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে পা রেখেছিল MG-র ZS EV৷ লঞ্চের পর প্রায় দু'বছর কেটে গেলেও গাড়িটির...
SUMAN 12 Jan 2022 5:49 PM IST

২০২০-এর জানুয়ারি মাসে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে পা রেখেছিল MG-র ZS EV৷ লঞ্চের পর প্রায় দু'বছর কেটে গেলেও গাড়িটির এতটুকু জনপ্রিয়তা কমেনি৷ গ্রাহকদের কাছ থেকে ভালই ফিডব্যাক পাচ্ছে MG ZS EV৷ সংস্থার দাবি, প্রতি মাসে গড়ে তারা সাতশোর কাছাকাছি বুকিং পাচ্ছেন৷ আর ২০২১-এর বিক্রির পরিসংখ্যার প্রসঙ্গে আসলে ZS EV-এর ২৭৯৮ ইউনিট বেচেছে সংস্থাটি৷ যার ফলে ২০২০-এর চেয়ে গত বছর বিক্রির হার ১৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এমজি জেডএস ইভি (MG ZS EV)-র বিক্রি বৃদ্ধি ইঙ্গিত করছে ভারতে বৈদ্যুতিক গাড়ির ভিত ক্রমশ শক্ত হচ্ছে। গাড়িটিতে ৪১৫ কিমি রেঞ্জ পাওয়া যায়। পাওয়ারট্রেনের প্রসঙ্গে আসলে, এতে ৪৪.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক রয়েছে, যা এর ইলেকট্রিক মোটরটিকে ১৪০ এইচপি শক্তি এবং ৩৫০ এনএম টর্ক উৎপন্ন করতে সহায়তা করে।

এই শক্তিকে কাজে লাগিয়ে গাড়িটির ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে সময় লাগে ৮.৫ সেকেন্ড। আবার এতে রয়েছে ২১৫/৫৫/আর১৭ সেটের টায়ার। ফলস্বরূপ এটি ভূমিতে ১৭৭ মিমি জায়গা দখল করে। তবে এর ব্যাটারি প্যাকটিতে ২০৫ মিমি ক্লিয়ারেন্স রয়েছে। ভারতে এর দুটি ভ্যারিয়েন্ট উপলব্ধ - এক্সাইট (Excite) এবং এক্সক্লুসিভ (Exclusive)। গাড়িটির দাম শুরু ২১.৪৯ লক্ষ টাকা থেকে (এক্স-শোরুম)৷

MG ZS EV গাড়িটি লম্বায় ৪,৩১৪ মিমি, চওড়ায় ১,৮০৯ মিমি এবং উচ্চতায় ১,৬৪৪ মিমি। MG ZS EV-এর বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে প্যানারমিক সানরুফ, পিএম ২.৫ ফিল্টার, ১৭ ইঞ্চির ডায়মন্ড-কাট অ্যালয় হুইল, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ইত্যাদি৷

Show Full Article
Next Story
Share it