MG 4 EV: চমৎকার ডিজাইনের ইলেকট্রিক গাড়ির পর্দা ফাঁস, এক চার্জে প্রায় 450 কিমি, 4 সেকেন্ডের কমে 100 কিমি গতি

ব্রিটিশ সংস্থা এমজি মোটর (MG Motor) তাদের নতুন এন্ট্রি লেভেল হ্যাচব্যাক ইলেকট্রিক গাড়ির উপর থেকে পর্দা সরাল। যার নামকরণ করা হয়েছে MG 4। প্রাথমিক পর্যায়ে…

ব্রিটিশ সংস্থা এমজি মোটর (MG Motor) তাদের নতুন এন্ট্রি লেভেল হ্যাচব্যাক ইলেকট্রিক গাড়ির উপর থেকে পর্দা সরাল। যার নামকরণ করা হয়েছে MG 4। প্রাথমিক পর্যায়ে গাড়িটি ইউরোপের বাজারে বিক্রি করবে সংস্থা। Volkswagen ID.3 ও Kia Niro EV-কে টেক্কা দিতে গাড়িটি আনা হচ্ছে। সংস্থার দাবি MG 4-এর রেঞ্জ হবে প্রায় ৪৫০ কিমি। চোখ ধাঁধানো কেবিন ও ফিচারে ঠাসা হয়ে আসবে গাড়িটি। অফিশিয়ালি লঞ্চ হবে সেপ্টেম্বরে‌‌।

MG 4 গাড়িটি চীনে MG Mulan নামে বিক্রি করা হবে। এটি এমজি-র মূল সংস্থার চীনের SIAC-র নতুন মডিউলার স্কেলেবেল প্ল্যাটফর্ম (MSP) -র উপর ভিত্তি করে তৈরি বলে জানানো হয়েছে। এই প্ল্যাটফর্মে ২,৬৫০ মিমি থেকে ৩,১০০ মিমি পর্যন্ত গাড়ির হুইলবেস সমর্থন করে। ব্যাটারি ক্যাপাসিটি ৪০-১৫০ কিলোওয়াট আওয়ার।

MG 4 EV পাওয়ারট্রেন

সংস্থা সূত্রে নিশ্চিত করা হয়েছে ইউরোপের বাজারে বিক্রি হতে চলা MG 4-এ থাকবে তিনটি মোটরের বিকল্প। সিঙ্গেল মোটর রিয়ার হুইল ড্রাইভ পাওয়ার ট্রেন সহ একটির আউটপুট হবে ১৬৭ এইচপি এবং অপরটির ২০১ এইচপি। অন্য দিকে, ডুয়েল মোটর ফোর হুইল ড্রাইভ সহ আরেকটি ভ্যারিয়েন্ট আসবে। যার আউটপুট হবে ৪৪৩ এইচপি। টপ এন্ড মডেলটি ০-১০০ কিমি/ঘন্টা গতি ৩.৮ সেকেন্ডে তুলতে সক্ষম হবে। এবং  সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ১৬০ কিমি।

MG 4-এর ১৬৭ এইচপি ভার্সনে থাকবে ৫১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি, যা থেকে ৩৫০ কিমি রেঞ্জ পাওয়া যাবে। আর ২০১ এইচপি ও ৪৪৩ এইচপি ভ্যারিয়েন্ট দু’টি একটি ৬৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ হাজির হবে। সিঙ্গেল চার্জে এগুলি ৪৫০ কিমি পর্যন্ত পথ চলতে পারবে। সংস্থা সূত্রে ব্যাটারির রসায়ন সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে চীনে সংস্থার ইলেকট্রিক গাড়িতে হয় লিথিয়াম আয়ন ফসফেট অথবা লিথিয়াম নিকেল ম্যাঙ্গানিজ কোবাল্ট ব্যাটারি দেওয়া হয়।

এমজি জানিয়েছে ওই ব্যাটারি প্রাথমিক ভাবে ৪০০ ভোল্ট আর্কিটেকচার ব্যবহার করবে, ভবিষ্যতে যা দ্রুত চার্জ করার লক্ষ্যে ৮০০ ভোল্ট পর্যন্ত আপগ্রেড করা হতে পারে। এদিকে ভারতে ZS EV নামে একটিই ইলেকট্রিক এসইউভি গাড়ি বিক্রি করে এমজি। তবে সংস্থার সিস্টার ব্র্যান্ড Wuling এর Air EV মডেলের উপর ভিত্তি করে MG E230 কোডনামের বৈদ্যুতিক গাড়ি আগামী বছর এ দেশে আনতে চলেছে তারা। সব ঠিকঠাক চললে ২০২৩-এর প্রথমার্ধে ওই খুদে গাড়ি সর্বসমক্ষে আসতে পারে।