শীঘ্রই ভারতে আসছে Mi 10i, Redmi 9 Power ও Poco M3

শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Mi 10i, Redmi 9 Power ও Poco M3। সম্প্রতি এই তিনটি ফোনকে গুগল প্লে কনসোলে দেখা গেছে। যেখানে ফোন তিনটির…

শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Mi 10i, Redmi 9 Power ও Poco M3। সম্প্রতি এই তিনটি ফোনকে গুগল প্লে কনসোলে দেখা গেছে। যেখানে ফোন তিনটির মডেল নম্বর যথাক্রমে M2007J17I, M2010J19SI ও M2010J19CI। জানিয়ে রাখি এই তিনটি ফোনই রিব্রান্ডেড ভার্সন হিসাবে ভারতে আসবে। চীনে লঞ্চ হওয়ার Redmi Note 9 4G ফোনটি ভারতে রেডমি ৯ পাওয়ার হিসাবে আসবে। আবার Poco M3 আগেই ইউরোপের মার্কেটে লঞ্চ হয়েছিল। এদিকে Mi 10i হবে Redmi Note 9 Pro 5G এর রিব্রান্ডেড ভার্সন।

Mi 10i এর কথা বললে, এই ফোনটিকে gauguininpro কোডনেমের সাথে গুগল প্লে কনসোলে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানিয়ে রাখি এই কোডনেমটি সদ্য চীনের লঞ্চ হওয়া রেডমি নোট ৯ প্রো ৫জি এর জন্যও ব্যবহার করা হয়েছিল। এদিকে Redmi Note 9 Pro 5G ফোনটি আদতে গতমাসে ইউরোপে লঞ্চ হওয়া Mi 10T Lite এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে চীনে লঞ্চ হয়েছে। সেহেতু বলা যায় Mi 10T Lite এর মতই স্পেসিফিকেশন সহ আসবে Mi 10i।

আবার Redmi 9 Power ফোনটি গুগল প্লে কনসোলে M2010J19SI মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত আছে এবং এর কোডনেম ‘lime’। এই মডেল নম্বরটি চীনে লঞ্চ হওয়া Redmi Note 9 4G এর। ফলে এই ফোনটিই ভারতে রেডমি ৯ পাওয়ার হিসাবে লঞ্চ হবে।

Poco M3 এর বিষয়ে বললে এই ফোনটি কিছুদিন আগেই ইউরোপের মার্কেটে লঞ্চ হয়েছে। যার স্পেসিফিকেশনের সাথে চীনে লঞ্চ হওয়া Redmi Note 9 4G এর বিশেষ কোনো বদল নেই। এবার এই পোকো এম ৩ ফোনকেই ভারতে আনা হবে। একে গুগলে প্লে কনসোলে M2010J19CI মডেল নম্বরের সাথে দেখা গেছে।