Mi 10S ও Redmi K30i 5G স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, এল MIUI 12.5 আপডেট

Xiaomi গত কয়েক সপ্তাহে চীনে একাধিক ফোনের জন্য MIUI 12.5 আপডেট রোল আউট করেছে। কয়েকদিন আগেই আপডেট এসেছে Redmi K30 Pro ও...
Julai Modal 17 May 2021 2:59 PM IST

Xiaomi গত কয়েক সপ্তাহে চীনে একাধিক ফোনের জন্য MIUI 12.5 আপডেট রোল আউট করেছে। কয়েকদিন আগেই আপডেট এসেছে Redmi K30 Pro ও Redmi Note 10S ফোনে। এবার এই তালিকায় নাম জুড়লো Xiaomi Mi 10S, Redmi K30i 5G এর। এর মধ্যে প্রথম ফোনটি Mi 10 এর আপগ্রেড ভার্সন, যাকে চলতি বছরের মার্চে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে Redmi K30 5G এর সস্তা ভ্যারিয়েন্ট হল K30i 5G, যেটি প্রায় এক বছর আগে বাজারে এসেছিল।

এমআই ১০এস এর জন্য আসা এমআইইউআই ১২.৫ আপডেটের বিল্ড নম্বর V12.5.1.0.RGACNXM। আপাতত এই আপডেট স্টেবল বিটা ফেজে আছে। অর্থাৎ প্রথমে কিছু সংখ্যক ইউজার আপডেটটি পাবে। এরপর তারা কোনো সমস্যার কথা না জানালে, সবার ফোনে আপডেটটি ঢুকবে।

প্রসঙ্গত Mi 10S ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ কাস্টম ওএস সহ লঞ্চ হয়েছিল। অর্থাৎ এটি হল ফোনটির সর্বপ্রথম বড় আপডেট। আশা করা যায় এই ফোনে আরও দু-তিনটি মেজর আপডেট আসবে।

অন্যদিকে রেডমি কে৩০আই ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১১ কাস্টম ওএস সহ এসেছিল। এরপর এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ আপডেট পায়। এখন ফোনটির জন্য এমআইইউআই ১২.৫ রোল আউট করা হচ্ছে। এই আপডেটের বিল্ড নম্বর V12.5.1.0.RGACNXM। এটিও স্টেবল বিটা ফেজে এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it