আর পাওয়া যাবে না জনপ্রিয় স্মার্টফোন Xiaomi Mi 11 Lite, জেনে নিন কারণ

গতবছর জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল Mi 11 Lite। এই ফোনে ব্যবহার করা হয়েছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর। তবে আর কয়েক সপ্তাহের মধ্যে ভারতে এর…

গতবছর জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল Mi 11 Lite। এই ফোনে ব্যবহার করা হয়েছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর। তবে আর কয়েক সপ্তাহের মধ্যে ভারতে এর বিক্রি বন্ধ হতে পারে। একটি নতুন রিপোর্ট অনুযায়ী, Mi 11 Lite এর উত্তরসূরী হিসেবে শীঘ্রই এদেশে আত্মপ্রকাশ করবে Xiaomi 12 Lite। গত সপ্তাহেই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। Xiaomi 12 Lite ভারতে আসার পর এর পূর্বসূরীকে মার্কেট থেকে বিদায় নিতে হবে।

টিপস্টার পরেশ গুগলানি একটি টুইটে দাবি করেছেন, Xiaomi শীঘ্রই তাদের Mi 11 Lite ফোনটির বিক্রি বন্ধ করবে। Xiaomi 12 Lite এদেশে আসার পর আর কোনো‌ ই-কমার্স সাইট থেকে এর পূর্বসূরীকে কেনা যাবে না। যদিও Xiaomi 11 Lite 5G NE ফোনটি কে মার্কেট থেকে সরানোর কোনো পরিকল্পনা সংস্থার নেই বলে জানান টিপস্টার।

উল্লেখ্য, ভারতে শাওমি এমআই ১১ লাইট স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। আর, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এই স্মার্টফোনে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেটকে ৬০ হার্টজ ও ৯০ হার্টজের মধ্যে স্যুইচ করে ব্যবহার করা যাবে। আর ডিসপ্লে প্যানেলকে সুরক্ষিত রাখতে এতে কর্নি গরিলা গ্লাস ৫ প্রোটেকশনের সাপোর্ট পাওয়া যাবে।

পারফরম্যান্সের কথা বললে, এমআই ১১ লাইট অ্যাড্রেনো ৬১৮ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর সহ এসেছে। ইউজাররা এতে ৩৩ ওয়াট ফাস্ট-চার্জিং সাপোর্ট সহ ৪,২৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পেয়ে যাবেন।

ক্যামেরার কথা বললে, Mi 11 Lite ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। আমার ফোনের ফ্রন্ট-প্যানেলে উপস্থিত ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।