Mi 11 Pro ফোনে থাকবে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি ও স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর

২০২০-র একদম শেষ লগ্নে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Mi 11 লঞ্চ করেছিল চীনা টেক জায়ান্ট Xiaomi। যদিও ওই সময়ে সংস্থাটি শুধু সিরিজের স্ট্যান্ডার্ড সংস্করণটি (Mi…

২০২০-র একদম শেষ লগ্নে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Mi 11 লঞ্চ করেছিল চীনা টেক জায়ান্ট Xiaomi। যদিও ওই সময়ে সংস্থাটি শুধু সিরিজের স্ট্যান্ডার্ড সংস্করণটি (Mi 11) লঞ্চ করেছিল। যার পরে জানা যায় ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই সিরিজের অধীনে একটি ‘Pro’ মডেল আনতে চলেছে Xiaomi। এক্ষেত্রে যারা উল্লিখিত ডিভাইসটির জন্য অপেক্ষা করে আছেন, তাদের জন্য রয়েছে একটি সুখবর! সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সমস্ত জল্পনা-কল্পনাকে সত্যি করে জনপ্রিয় চীনা কোম্পানিটি খুব শীঘ্রই Mi 11 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে, যাতে দেখা যেতে পারে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

গিজচিনা (GizChina) নামক টেক নিউজ পোর্টালটির মতে, শাওমি তার Mi 11 সিরিজের ‘Pro’ ভার্সনটিতে ওয়্যারড (তারযুক্ত) চার্জিংয়ের স্পিড তো বাড়াবেই, পাশাপাশি ডিভাইসটিতে বাড়ানো হবে ব্যাটারির ক্ষমতাও। তবে এই ফ্ল্যাগশিপ ফোনটিতে গত বছর অক্টোবরে চালু হওয়া ৮০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখি, ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জারটি মাত্র ১৯ মিনিটের মধ্যে ৪,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটিযুক্ত কোনো স্মার্টফোন চার্জ করতে পারে – এমনটাই দাবি করে শাওমি। তবে শুধু Mi 11 Pro হ্যান্ডসেটটিতেই নয়, চলতি বছরের মাঝামাঝি সময় থেকে অন্যান্য শাওমি স্মার্টফোনগুলিতেও একই প্রযুক্তি দেখা যাবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

যাইহোক, Mi 11 Pro-এর অন্যান্য ফিচারের কথা যদি বলা হয়, তবে এতেও সাধারণ মডেলটির মতই লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এবং ১০৮ মেগাপিক্সেল রিয়ার প্রাইমারি ক্যামেরা দেখা যাবে বলে আশা করা হচ্ছে। তবে এটি সাধারণ মডেলের তুলনায় আরও কিছু উন্নত ফিচার এবং পরিবর্তন সহ আসতে পারে।

ইতিমধ্যে নেটদুনিয়ায় Mi 11 Pro-এর সম্ভাব্য রেন্ডার এবং কিছু মূল ফিচার ফাঁস হয়েছে। ওই সমস্ত তথ্য দেখে মনে হচ্ছে, এমআই ১১ প্রো-তে ৬.৮১-ইঞ্চির কিউএইচডি+ ওএলইডি প্যানেল দেওয়া হবে, যাতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৮০ হার্টজ স্যাম্পলিং রেট থাকবে। তাত্ত্বিকভাবে এটির রিয়ার ক্যামেরা সেটআপ বা ডিজাইন, সাধারণ মডেলটির থেকে উন্নত হবে বলেই দাবি করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন