লঞ্চের আগে Mi 11T Pro এর ডিজাইন সহ ভিডিও ফাঁস, থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে

Mi 11 সিরিজের অধীনে একজোড়া নতুন ফ্ল্যাগশিপ ফোন আনতে চলেছে শাওমি (Xiaomi)। ইতিমধ্যেই জানা গিয়েছে, Mi 11T ও Mi 11T Pro-এর উপর কাজ করছে তারা।…

Mi 11 সিরিজের অধীনে একজোড়া নতুন ফ্ল্যাগশিপ ফোন আনতে চলেছে শাওমি (Xiaomi)। ইতিমধ্যেই জানা গিয়েছে, Mi 11T ও Mi 11T Pro-এর উপর কাজ করছে তারা। টিপস্টার ও সার্টিফিকেশন সাইটের সৌজন্যে প্রায়ই আলোচনায় উঠে আসছিল Mi 11T। কিন্তু ব্যতীক্রম ছিল Pro ভ্যারিয়েন্টটি। Mi 11T-এর স্পেসিফিকেশন সম্পর্কে বেশ কিছু তথ্যও সামনে এলেও, Mi 11T Pro ধরাছোঁয়ার বাইরে ছিল। তবে, এখন ভিয়েতনামের এক ইউটিউব চ্যানেল Mi 11T Pro-এর উপর আলোকপাত করে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি থেকে কিছু অজানা তথ্য প্রকাশ্যে এসেছে।

Mi 11T Pro এর ডিজাইন প্রকাশ্যে

ভিডিও থেকে উঠে এসেছে যে, Mi 11T Pro গ্লাস ব্যাক পানেল সহযোগে আসবে। যদিও শক্তপোক্ত করতে ফোনের ফ্রেম মেটাল দিয়ে তৈরি করা হবে। এছাড়া ফ্রন্ট-ফেসিং ক্যামেরার জন্য, ডিসপ্লে উপরে থাকবে পাঞ্চ-হোল কাটআউট।

প্রসঙ্গত, গত বছর Mi 10T ও Mi 10T Pro-তে ১৪৪ হার্টজ এলসিডি স্ক্রিন দেওয়া হয়েছিল। হাই রিফ্রেশ রেট সাপোর্ট থাকার ফলে ফোনগুলিতে অ্যামোলেড বা ওলেড স্ক্রিন ব্যবহার হয়নি। তবে বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি করেছে, আসন্ন Mi 11T সিরিজের ফোনে এলসিডির বদলে ওলেড স্ক্রিন থাকবে। যার ফলে এটি ১৪৪ হার্টজের জায়গায় ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

তাৎপর্যপূর্ণভাবে, এখনও পর্যন্ত শাওমির Mi 11 সিরিজের প্রত্যেকটি ফোন Snapdragon প্রসেসর-সহ লঞ্চ হয়েছে। কিন্তু এ দিক থেকে ব্যতিক্রমী হতে পারে Mi 11T লাইনআপ। Dimensity 1200 প্রসেসর-সহ আসতে পারে Mi 11T। অন্যদিকে, Mi 11T Pro ফোনে ব্যবহার করা হতে পারে Snapdragon 888 প্রসেসর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন