Mi 11X ফোনে এল MIUI 12.5 আপডেট, কি কি নতুন ফিচার পাবেন জানুন

Mi 11X MIUI 12.5 roll out: গত সপ্তাহের কথা, Xiaomi, Redmi Note 10 Pro ও Redmi Note 10 Pro Max স্মার্টফোনে MIUI 12.5 আপডেট রোলআউট…

Mi 11X MIUI 12.5 roll out: গত সপ্তাহের কথা, Xiaomi, Redmi Note 10 Pro ও Redmi Note 10 Pro Max স্মার্টফোনে MIUI 12.5 আপডেট রোলআউট করেছিল। এখন, MIUI-এর এই লেটেস্ট আপডেটটি Xiaomi, আরও একটি ডিভাইসে রোলআউট করছে। Mi 11 সিরিজের প্রথম স্মার্টফোন হিসেবে Mi 11X, MIUI 12.5 আপডেট পেতে শুরু করেছে।উল্লেখ্য, Xiaomi ফেব্রুয়ারিতে MIUI 12.5 গ্লোবাল ভার্সনের ঘোষণা করেছিল। Xiaomi-র দাবি, আগের ভার্সনের তুলনায় লেটেস্ট ভার্সন আরও ফাস্ট ও লাইট। এছাড়াও, তারা জানিয়েছিল, MIUI 12.5-এর মাত্র ৩৫ শতাংশ ব্যাকগ্রাউন্ড মেমরি প্রয়োজন এবং এটি ২৫ শতাংশ কম পাওয়ার খরচ করবে।

Xiaomi Mi 11X ব্যবহারকারীরা জানিয়েছেন, তারা MIUI 12.5.1.0.RKHINXM ফার্মওয়্যার ভার্সনের একটি আপডেট পাচ্ছেন। আপডেটের সাথে মে মাসের সিকিউরিটি প্যাচও ফোনে ঢুকছে। OTA আপডেটের সাইজ ৪৮৭ মেগাবাইট, এবং এটি Xiaomi Mi 11X-এ  MIUI 12.5-এর সমস্ত ফিচার আনছে।

প্রসঙ্গত, এমআইইউআই ১২.৫-এ সামগ্রিকভাবে সিস্টেম অ্যাপ্লিকেশনের সংখ্যা কিছুটা কম। আবার কয়েকটি সিস্টেম অ্যাপ আনইন্সটল করার সুবিধাও পাওয়া যাবে। এমআইইউআই ১২.৫ কম্পিউটিং পাওয়ার দিক থেকেও বড়সড় আপগ্রেড এনেছে। আগের তুলনায় এর এখন ২০ গুণ বেশি রেন্ডারিং পাওয়ার রয়েছে। আবার নির্বিঘ্ন অভিজ্ঞতা দিতে কোম্পানি এর ইউআই অ্যানিমেশনের ওপরেও কাজ করেছে।

শাওমি সাধারণত স্টেজড রোলআউট ম্যানারে সফটওয়্যার আপডেট ছাড়ে। ফলে প্রত্যেক এমআই ১১এক্স ব্যবহারকারীরা এখনই এমআইইউআই ১২.৫ আপডেট নাও পেতে পারেন। তবে আর কয়েকদিনের মধ্যেই ভারতে সমস্ত এমআই ১১এক্স স্মার্টফোনে এমআইইউআই ১২.৫ পৌঁছে যাবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন