Mi Pad 5: Xiaomi-র নতুন ট্যাবলেটে থাকছে একাধিক চমক

মাত্র চার-পাঁচ দিন আগে অনুষ্ঠিত চীনা স্প্রিং ইভেন্টে Mi Band 6 নামক নতুন ফিটনেস ব্যান্ডসহ Mi 11 সিরিজের অধীনে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi।…

মাত্র চার-পাঁচ দিন আগে অনুষ্ঠিত চীনা স্প্রিং ইভেন্টে Mi Band 6 নামক নতুন ফিটনেস ব্যান্ডসহ Mi 11 সিরিজের অধীনে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। একই সময়ে লঞ্চ হয়েছে ব্র্যান্ডের নতুন Mi ল্যাপটপ এবং প্রোজেক্টর জাতীয় কিছু ডিভাইসও। তবে অনেকেই আশা করেছিলেন যে এই ইভেন্টে চীনা টেক জায়ান্টটি তার দীর্ঘ-প্রত্যাশিত নতুন ট্যাবলেটের ওপর থেকেও পর্দা সরাবে; কিন্তু সে আশা পূরণ হয়নি। ফলে, Xiaomi-র পরবর্তী ট্যাবলেট ডিভাইসটি কেবল জল্পনা হিসেবেই থেকে গেছে! তবে সম্প্রতি চীনা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট উইবো (Weibo)-তে একটি পোস্ট প্রকাশিত হয়েছে যা সংস্থার এই সম্ভাব্য ট্যাবলেটটির কয়েকটি মূল স্পেসিফিকেশন ফাঁস করেছে। ওই পোস্টে ডিভাইসটিকে Mi Pad 5 নামে অভিহিত করা হয়েছে।

উইবো পোস্টদাতার মতে, আসন্ন ট্যাবলেটটিতে ব্র্যান্ডের নতুন Mi MIX Fold ফোল্ডেবল ডিভাইসটির মতই ডিসপ্লে ফিচার থাকবে। অর্থাৎ, Mi Pad 5-এ হ্যান্ডহেল্ড পিসি (পার্সোনাল কম্পিউটার) মোড, প্যারালাল উইন্ডো, ডুয়াল স্ক্রিন ড্র্যাগ জাতীয় কিছু বৈশিষ্ট্য দেখা যাবে। এছাড়াও, এই ট্যাবলেটে 2K রেজোলিউশন যুক্ত ১১ ইঞ্চির এলসিডি, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৮০ হার্টজ স্যাম্পলিং রেট থাকবে বলে আশা করা হচ্ছে। তবে, লিকস্টার অর্থাৎ পোস্টদাতা জানিয়েছেন যে এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি খুব বেশি হবে না।

অন্যান্য ফিচারের কথা বললে, Mi Pad 5 ট্যাবলেটটি স্ন্যাপড্রাগন ৮০০ সিরিজের প্রসেসরসহ আসবে বলে মনে হচ্ছে; এক্ষেত্রে ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে যা আদতে ৭ ন্যানোমিটার (7nm) ফ্যাব্রিকেশন প্রক্রিয়ায় নির্মিত একটি অক্টা-কোর চিপসেট। এই চিপসেটটিতে ৩.২ গিগাহার্টজ ক্লক স্পিড, ৫জি কানেক্টিভিটি এবং ওয়াইফাই ৬ ব্যান্ডের সাপোর্ট রয়েছে। বলে রাখি, ডিভাইসটির লভ্যতা সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দিন তিনেক আগেই Xiaomi তার প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Mi MIX Fold লঞ্চ করেছে যা Samsung Galaxy Fold 2 এবং Huawei Mate X2-এর মত দুটি ডিসপ্লেসহ এসেছে। স্পেসিফিকেশনের কথা বললে MIX Fold-এ ৮.০১ ইঞ্চির ইন্টারনাল ডিসপ্লে রয়েছে যাতে QHD+ রেজোলিউশনসহ একটি OLED প্যানেল বর্তমান। অন্যদিকে, এটিতে ৬.৫২ ইঞ্চির একটি কভার ডিসপ্লেও দেওয়া হয়েছে, যার স্ক্রিন রেজোলিউশন ৮৪০×২,৫২০ পিক্সেল এবং স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। অর্থাৎ ফোনটিতে ব্যবহৃত ডিসপ্লে টেকনোটি যথেষ্ঠ চিত্তাকর্ষক। তবে MIX Fold-এর ক্যামেরাও কোনোভাবেই ইউজারদের নিরাশ করবে না কারণ এই ফোনে বিশ্বের প্রথম তরল লেন্স টেলিফোটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়াও এতে রয়েছে ডলবি ভিশন এবং HDR 10+ সাপোর্ট। আছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি চিপসেটও। তদুপরি, ফোনটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন সহ ৫,০২০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন