লঞ্চের একদিন আগেই ফাঁস Micromax IN 1 এর আরও তথ্য, জেনে নিন দাম
আগামীকাল অর্থাৎ ১৯ মার্চ ভারতে লঞ্চ হবে Micromax IN 1। এই ফোনটির কোম্পানির 'ইন' সিরিজের তৃতীয় ফোন হবে। ইতিমধ্যেই...আগামীকাল অর্থাৎ ১৯ মার্চ ভারতে লঞ্চ হবে Micromax IN 1। এই ফোনটির কোম্পানির 'ইন' সিরিজের তৃতীয় ফোন হবে। ইতিমধ্যেই মাইক্রোম্যাক্স ইন ১ এর স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়েছে। এমনকি কোম্পানির তরফে ফোনটির ফ্রন্ট ও রিয়ার ডিজাইন সামনে আনা হয়েছে। জানা গেছে এই ফোনের সামনে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে এবং পিছনে থাকবে X শেপ প্যাটার্ন। তবে লঞ্চের আগে Micromax IN 1 কে গিকবেঞ্চে (Geekbench) দেখা গেল।
গিকবেঞ্চের ডেটাবেস থেকে জানা গেছে, মাইক্রোম্যাক্স ইন ১ ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৩৬১ এবং ১৩১৮ স্কোর করেছে। আবার এতে থাকবে MT6769V/CT প্রসেসর। এই প্রসেসরটি মিডিয়াটেক হেলিও জি৮০ হবে বলে ইতিমধ্যেই টিপস্টাররা জানিয়েছেন। আবার এর অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড ১০।
Micromax IN 1 এর ডিজাইন
ফ্লিপকার্টের টিজার পেজ অনুযায়ী, Micromax IN 1 দুটি কালারে আসবে- ব্লু ও সিলভার। আবার এর সামনে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে। এরমধ্যে সেলফি ক্যামেরা থাকবে। ডিসপ্লের উপরিভাগে মাঝবরাবর কাটআউটটি অবস্থিত হবে। এদিকে ফোনের পিছনে দেখা যাবে X শেপ প্যাটার্ন। রিয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আয়তকার ক্যামেরা মডিউল থাকবে। এই ফোনের ডান পাশে পাওয়ার ও ভলিউম কী দেওয়া হয়েছে।
Micromax IN 1 এর স্পেসিফিকেশন ও দাম (সম্ভাব্য)
অনুমান করা হচ্ছে মাইক্রোম্যাক্স ইন ১ এর দাম শুরু হতে পারে ৯,৯৯৯ টাকা থেকে। এই ফোনটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল) পাঞ্চ হোল আইপিএস এলসিডি, ৪৫০নিটস ব্রাইটনেস, ৬ জিবি পর্যন্ত র্যাম, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ,৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ট্রিপল রিয়ার ক্যামেরা (৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর), ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।