Micromax In 2C: সস্তায় ফের নতুন স্মার্টফোন লঞ্চ করবে মাইক্রোম্যাক্স? জল্পনা বাড়াল Google

মাইক্রোম্যাক্স জানুয়ারিতে নতুন বছরে তাদের প্রথম স্মার্টফোন, In Note 2 লঞ্চ করেছে। আবার জল্পনা শোনা যাচ্ছে যে, সংস্থার পরবর্তী হ্যান্ডসেটের নাম Micromax In 2C। এটি…

মাইক্রোম্যাক্স জানুয়ারিতে নতুন বছরে তাদের প্রথম স্মার্টফোন, In Note 2 লঞ্চ করেছে। আবার জল্পনা শোনা যাচ্ছে যে, সংস্থার পরবর্তী হ্যান্ডসেটের নাম Micromax In 2C। এটি এখন গুগল প্লে সমর্থনকারী ডিভাইসের তালিকায় স্পট করা গিয়েছে। যা ইঙ্গিত করছে, স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে।

টিপস্টার অভিষেক যাদবের শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে, Micromax In 2C-এর মডেল নম্বর E6533। যা এর আগে Geekbench বেঞ্চমার্কিং সাইট ও ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স বা বিএআইএস (BIS)-এ দেখা গিয়েছে৷।

Micromax In 2C-এর গিকবেঞ্চ লিস্টিং গত বছরের জুনে সামনে এসেছিল। সেখান থেকে জানা যায়, এতে Unisoc T-610 প্রসেসর, ৪ জিবি র‌্যাম (স্ট্যান্ডার্ড), এবং অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে থাকবে। সেটি তখন সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৩৪৭ ও ১১২৭ স্কোর করেছিল।

Micromax In 2C-এর অন্যান্য স্পেসিফিকেশন ও ফিচারগুলি এখনও অজানা। অনুমান, মাইক্রোম্যাক্স হ্যান্ডসেটটি সামনের মাসে বা এপ্রিলে লঞ্চ করবে। দাম ১০,০০০ টাকার মধ্যে রাখা হবে বলে আশা করা যায়। Micromax In 2C বাজারে এলে গত বছরের Micromax In 2b-এর বিদায় নিশ্চিত।