Redmi, Realme-দের টেক্কা দিতে Micromax In Note 1 Pro সেপ্টেম্বরের শেষে লঞ্চ হচ্ছে

গত আগস্ট মাসে Micromax In Note 1 Pro ফোনকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে, Geekbench-এ দেখা গিয়েছিল। এখান থেকে ফোনটির মডেল নম্বর, প্রসেসর ও অন্যান্য তথ্য সামনে এসেছিল।…

গত আগস্ট মাসে Micromax In Note 1 Pro ফোনকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে, Geekbench-এ দেখা গিয়েছিল। এখান থেকে ফোনটির মডেল নম্বর, প্রসেসর ও অন্যান্য তথ্য সামনে এসেছিল। এখন Micromax In Note 1 Pro ফোনটির লঞ্চের তারিখ সামনে আসলো। চলতি মাসের শেষে এই ফোনটি বাজারে আসবে বলে জানা গেছে।

Micromax In Note 1 Pro সেপ্টেম্বরে লঞ্চ হবে

টিপস্টার, মুকুল শর্মা দাবি করেছেন, মাইক্রোম্যাক্স ইন নোট ১ প্রো ফোনটি সেপ্টেম্বরের শেষে লঞ্চ হবে। যদিও মুকুল লঞ্চের নির্দিষ্ট তারিখ জানাননি। এমনকি তিনি এই ফোনের স্পেসিফিকেশন নিয়ে কিছু বলেননি।

Micromax In Note 1 Pro আসবে মিডিয়াটেক হেলিও জি৯০ প্রসেসর সহ

গিকবেঞ্চ থেকে সামনে এসেছিল যে, মাইক্রোম্যাক্স ইন নোট ১ প্রো ফোনের মডেল নম্বর E7748_64। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৯০ প্রসেসর ব্যবহার করা হবে। উল্লেখ্য, মাইক্রোম্যাক্স ইন নোট ১ ফোনটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছিল। ফলে প্রো ভ্যারিয়েন্ট আরও শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হবে।

এদিকে গিকবেঞ্চে Micromax In Note 1 Pro কে ৪ জিবি র‌্যাম সহ দেখা গিয়েছিল। যদিও এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে বলেই আমাদের বিশ্বাস। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে বলে জানা গেছে। গিকবেঞ্চে Micromax In Note 1 Pro সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৫১৯ ও ১৬৭৩ স্কোর করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন