25 মিনিটেই 50% চার্জ হবে Micromax In Note 2, থাকবে Helio G95 প্রসেসর ও AMOLED ডিসপ্লে

Micromax In Note 2 ভারতে উন্মোচিত হবে ২৫ জানুয়ারি৷ গতকাল মাইক্রোম্যাক্সের তরফে এ বিষয়ে নিশ্চিতবার্তা মিলিছে৷ এটি ২০২০-এ লঞ্চ হওয়া In Note-এর সাক্সেসর হিসেবে আসছে৷…

Micromax In Note 2 ভারতে উন্মোচিত হবে ২৫ জানুয়ারি৷ গতকাল মাইক্রোম্যাক্সের তরফে এ বিষয়ে নিশ্চিতবার্তা মিলিছে৷ এটি ২০২০-এ লঞ্চ হওয়া In Note-এর সাক্সেসর হিসেবে আসছে৷ একটি টিজারের মাধ্যমে হ্যান্ডসেটটি বাজারে আসার আগেই তার চেহারা সম্পর্কে ধারণা দিয়েছে মাইক্রোম্যাক্স। এবার ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজ থেকে Micromax In Note 2 সম্পর্কে কয়েকটি তথ্য উঠে এসেছে৷

ফ্লিপকার্টের মাইক্রোসাইটে Micromax In Note 2-এর মূল স্পেসিফিকেশনগুলি উল্লেখ করা হয়েছে৷ ডিভাইসটি ৬.৪৩ ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লের সঙ্গে আসবে৷ এটি ফ্ল্যাট-স্ক্রিন অ্যামোলেড প্যানেল হবে৷ যদিও এর রেজোলিউশন অজানা৷ উল্লেখ্য, অরিজিনাল In Note 1 এলসিডি ডিসপ্লে সহযোগে এসেছিল৷

Micromax In Note 2-এর ব্যাক প্যানেলে চারটে ক্যামেরা থাকবে৷ আবার ক্যামেরা মডিউলটি Galaxy S21-এর ধাঁচে ডিজাইন করা৷ তিনটি ক্যামেরা লম্বালম্বি এবং চতুর্থটি দ্বিতীয় লেন্সের পাশে অবস্থিত৷ এলইডি ফ্ল্যাশটি প্রথম ক্যামেরার পাশে থাকছে৷ ক্যামেরাগুলির স্পেসিফিকেশন এখনও জানা যায়নি৷ তবে পূর্ববর্তী মডেলে প্রাইমারি সেন্সর হিসেবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছিল৷ সে ক্ষেত্রে Micromax In Note 2 আরও ভাল ক্যামেরার সঙ্গে আসবে বলে আশা করা যায়৷

মাইক্রোম্যাক্স ইন নোট ২-এ মাল্টিটাস্কিংয়ের জন্য মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ব্যবহার হবে৷ গত বছর এই চিপসেট দিয়ে অনেক বাজেট স্মার্টফোন লঞ্চ হয়েছে৷ মাইক্রোম্যাক্স ইন নোট ২-এর মেজর হাইলাইটের প্রসঙ্গে আসা যাক৷ এর ব্যাটারিতে ৩০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের অপশন রয়েছে৷ ফোনটি ২৫ মিনিটে হাফ চার্জ হয়ে যাবে বলে দাবি করেছে মাইক্রোম্যাক্স৷ এছাড়া, এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং হেডফোন জ্যাক থাকবে৷