Micromax In Note 2 প্রতীক্ষার অবসান ঘটিয়ে 25 জানুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে, ডিজাইন Galaxy S21 সিরিজের মতো

প্রজাতন্ত্র দিবসের এক দিন আগে, ২৫ জানুয়ারি একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে নিশ্চিত করল Micromax৷ সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, বহু প্রতীক্ষিত Micromax…

প্রজাতন্ত্র দিবসের এক দিন আগে, ২৫ জানুয়ারি একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে নিশ্চিত করল Micromax৷ সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, বহু প্রতীক্ষিত Micromax In Note 2 আগামী মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ হবে৷ সংস্থার নতুন হ্যান্ডসেট বাজারে আসার আগেই তার চেহারা সম্পর্কে ধারণা দিয়েছে মাইক্রোম্যাক্স।

একটি টিজার ভিডিও শেয়ার করেছে সংস্থাটি৷ তাতে দেখা যাচ্ছে, Micromax In Note 2 রিফ্রেশড ডিজাইনের সঙ্গে আসবে৷ যা পূর্বে তাদের অন্য হ্যান্ডসেটে দেখা যায়নি৷ Samsung Galaxy S21 সিরিজের ডিজাইনের সঙ্গে Micromax In Note 2-এর যে মিল থাকবে, টিজার সে দিকেই ইঙ্গিত করছে৷

Micromax In Note 2-এর সামনে পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে৷ নীচের দিক বাদে বাকি তিন পাশে সরু বেজেল রয়েছে৷ আবার ক্যামেরা মডিউলটি Galaxy S21-এর ধাঁচে ডিজাইন করা৷ তাতে চারটি ক্যামেরা আছে৷ তিনটি লম্বালম্বি এবং চতুর্থটি দ্বিতীয় লেন্সের পাশে৷ এলইডি ফ্ল্যাশটি প্রথম ক্যামেরার পাশে অবস্থিত৷

মাইক্রোম্যাক্স ইন নোট ২-এর ব্যাক প্যানেলে “In” ব্র্যান্ডিং রয়েছে৷ এবং ডান পাশে ভলিউম আপ-ডাউন কী ও পাওয়ার বাটন আছে বলে মনে করা হচ্ছে৷ ফিঙ্গারপ্রেন্ট সেন্সর পাওয়ার বাটনে ইন্টিগ্রেট থাকতে পারে৷ প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, মাইক্রোম্যাক্স ইন নোট ২ গ্লাস ব্যাক প্যানেলের সঙ্গে আসবে৷ ডিভাইসটি ব্লু ও ব্রাউনের মধ্যে বেছে নেওয়া যাবে৷ লঞ্চ হওয়ার পর মাইক্রোম্যাক্স ইন নোট ২ ফ্লিপকার্ট থেকে কেনা যাবে

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন