১০০০ টাকা ছাড়, দুর্দান্ত ফিচারের Micromax In Note 2 ফোনের সেল শুরু হল

Micromax In Note 2 গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ থেকে ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হল। ই-কমার্স সাইট Flipkart থেকে ফোনটি কেনা যাবে। লঞ্চ…

Micromax In Note 2 গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ থেকে ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হল। ই-কমার্স সাইট Flipkart থেকে ফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে, Micromax In Note 2 আজ ১,০০০ টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে। নতুন এই বাজেট ফোনে পাওয়া যাবে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ও মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর।

Micromax In Note 2 ফোনের দাম ও সেল অফার

মাইক্রোম্যাক্স ইন নোট ২ ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯০ টাকা। ফোনটি ব্ল্যাক এবং ওক কালার অপশনে বেছে নেওয়া যাবে। ইচ্ছুক ক্রেতারা ফোনটি Flipkart থেকে ফোনটি কিনতে পারবেন।

সেল অফারের কথা বললে, মাইক্রোম্যাক্স ইন নোট ২ আজ ১,০০০ টাকা ডিসকাউন্টে ১২,৪৯০ টাকায় পাওয়া যাবে। আবার সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। এছাড়া, Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ক্রেতাদের ৫% আনলিমিটেড ক্যাশব্যাক অফার করা হবে।

Micromax In Note 2 ফিচার ও স্পেসিফিকেশন

মাইক্রোম্যাক্স ইন নোট ২ ফোনে পাওয়া যাবে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪০০x১,০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ব্যবহার করা হয়েছে ২.০৫ ক্লক রেটের অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। ফোনটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম সহ পাওয়া যাবে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

Micromax In Note 2 ফোনের ব্যাক প্যানেলে উপস্থিত কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এই ফোনের ডিসপ্লেতে থাকা পাঞ্চ হোল কাট-আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি সেন্সর পাওয়া যাবে। এই ফ্রন্ট-সেন্সরটি ফেস বিউটি, নাইট মোড এবং পোর্ট্রেট মোডের মতো আকর্ষণীয় ফিচার সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Micromax In Note 2 ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 4G LTE, ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ভি৫.০, জিএসএম, জিপিএস, ডুয়েল সিম স্লট, ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। আবার সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচার উপলব্ধ।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন