Microsoft 365 Down: বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফট ৩৬৫ পরিষেবা, দ্রুত সমস্যা ঠিক করার আশ্বাস

মাইক্রোসফটের একাধিক পরিষেবা বন্ধ হয়ে গেল। অনেকের অভিযোগ, তারা Microsoft 365 এর পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায়...
techgup 5 Jun 2023 10:01 PM IST

মাইক্রোসফটের একাধিক পরিষেবা বন্ধ হয়ে গেল। অনেকের অভিযোগ, তারা Microsoft 365 এর পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন। OutlookMicrosoft Teams এর সার্ভার ডাউন হয়েছে। ভারতেও এই পরিষেবা কাজ করছে না। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, 'আমরা বিষয়টি তদন্ত করছি এবং যত দ্রুত সম্ভব আপডেট করব।'

Microsoft 365 এর সার্ভার ডাউন

টেকগাপের টিম মেম্বাররাও সন্ধ্যা থেকে Microsoft 365 ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছে। ওয়েবসাইট ট্র্যাকার, ডাউনডিটেক্টর থেকে জানা গেছে, রাত ৮টার দিকে থেকে মাইক্রোসফট আউটলুকের সার্ভার ডাউন হয়ে যায়। এরফলে মেইল পাঠাতে ও গ্রহণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

ইতিমধ্যেই টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় Microsoft এর পরিষেবা অচল হওয়া নিয়ে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি অনেকে বিভিন্ন মজাদার মিম শেয়ার করেছে। একজন টুইটারে লিখেছে, 'অতিরিক্ত গরমের কারণে Microsoft 365 ক্লান্ত হয়ে পড়েছে।'

এখন দেখার, কত তাড়াতাড়ি Microsoft তাদের পরিষেবাগুলি সচল করতে পারে। আশা করা যায়, কিছুক্ষণের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যাবে।

Show Full Article
Next Story