21 সেপ্টেম্বর নিউ ইয়র্কে AI নিয়ে বড় ঘোষণা করতে পারে Microsoft

সেপ্টেম্বর-অক্টোবর বছরের সেই সময় যখন বিশ্বের তিন টেক জায়ান্ট – অ্যাপল (Apple), গুগল (Google) এবং মাইক্রোসফ্ট (Microsoft) নতুন প্রোডাক্ট লঞ্চ এবং বড় কোনও ঘোষণা করার…

সেপ্টেম্বর-অক্টোবর বছরের সেই সময় যখন বিশ্বের তিন টেক জায়ান্ট – অ্যাপল (Apple), গুগল (Google) এবং মাইক্রোসফ্ট (Microsoft) নতুন প্রোডাক্ট লঞ্চ এবং বড় কোনও ঘোষণা করার জন্য বার্ষিক ইভেন্টের আয়োজন করে থাকে। যদিও এখনও অ্যাপল এবং গুগল তাদের পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে মাইক্রোসফ্ট (Microsoft) এখন তাদের আসন্ন ইভেন্ট সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করতে শুরু করেছে। আসুন এপ্রসঙ্গে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Microsoft-এর আগামী লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে সেপ্টেম্বরের শেষেই

বিভিন্ন পশ্চিমী সংবাদমাধ্যমের দাবি, মাইক্রোসফ্ট আগামী ২১ সেপ্টেম্বর একটি “বিশেষ ইভেন্ট”-এর জন্য আমন্ত্রণ পাঠাতে শুরু করেছে। যা নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে। আমন্ত্রণ পত্রে শুধু বলা হয়েছে, “বিশেষ মাইক্রোসফ্ট ইভেন্টের জন্য বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ দিনটিকে ক্যালেন্ডারে দাগ করে রাখুন।”

এটুকু স্পষ্ট, মাইক্রোসফ্ট এখনই ইভেন্ট সম্পর্কে সব কিছু খোলসা করতে চায় না। এই মুহুর্তে কৌতূহল বৃদ্ধি করাই তাদের উদ্দেশ্য। তবে আন্দাজ করা যায় যে ইভেন্টটিতে নতুন সারফেস ডিভাইস আত্মপ্রকাশ করতে পারে। আবার উইন্ডোজের নতুন এআই (AI) ফিচারের উপরেও ঘোষণা আসতে পারে। এছাড়া, মাইক্রোসফ্ট তাদের অপারেটিং সিস্টেম, উইন্ডোজ ১১-এ আসা পরিবর্তনগুলিকেও তুলে ধরতে পারে।

আবার, এও শোনা যাচ্ছে, ওই ইভেন্টে নতুন Surface Laptop Studio 2, Surface Laptop Go 3 এবং Surface Go 4 আত্মপ্রকাশ করবে। কিছু সূত্র দাবি করেছে যে, Surface Laptop 6 এবং Surface Pro 10-এর ওপর থেকেও পর্দা সরানো হতে পারে। Surface Laptop Studio 2 ত্রয়োদশ প্রজন্মের Intel Core সিপিইউ, ৬৪ জিবি পর্যন্ত র‍্যাম, ও NVIDIA RTX 6040 জিপিইউ সহ আসবে বলে আশা করা হচ্ছে। এটি নিঃসন্দেহে একাদশ প্রজন্মের Intel প্রসেসর এবং RTX 3060 জিপিইউ দ্বারা চালিত বর্তমান মডেলের তুলনায় একটি বিশাল আপগ্রেড হবে।

তবে, এই নতুন সারফেস ডিভাইসগুলির মধ্যে কতগুলি ভারতীয় ব্যবহারকারীদের জন্য লঞ্চ হবে, তা অজানা। মাইক্রোসফ্ট-এর অফিসিয়াল ভারতীয় ওয়েবসাইটে Surface Pro 9, Surface Go 3, Surface Laptop 5, Surface Laptop Studio এবং Surface Laptop Go 2 তালিকাভুক্ত রয়েছে। তাই এদের সাক্সেসর মডেল ভারতে লঞ্চ হবে বলে আশা করা যায়।

শুরুতে যেমনটা বলা হয়েছে যে, মাইক্রোসফ্ট সম্ভবত ইভেন্টে এআই-সম্পর্কিত বিষয়ে ঘোষণা করবে। কারণ কোম্পানিটি ইদানিং উন্নত এবং জেনারেটিভ এআই এর ওপর মনোযোগী হয়েছে। সংস্থাটি এ বছর এআই চালিত বিং সার্চ এবং এজ ব্রাউজার চালু করেছে। মাইক্রোসফ্ট আসলে চ্যাটজিপিটির মূল সংস্থা ওপেনএআই-এর অন্যতম প্রধান বিনিয়োগকারী। এই কারণেই এটি উইন্ডোজের জন্য একটি কর্টানা (Cortana)-কে সরিয়ে ফেলার কাজও শুরু করেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন