Microsoft Edge Browser: মোবাইলে বা ল্যাপটপে এই ব্রাউজার ব্যবহার করলেই বিপদ, সতর্ক করল সরকার
ভারত সরকার, মাইক্রোসফ্ট এজ ওয়েব ব্রাউজার ব্যবহারকারীদের সাম্প্রতিক ধরা পড়া বড়োসড়ো নিরাপত্তাজনিত সমস্যা সম্পর্কে সতর্ক...ভারত সরকার, মাইক্রোসফ্ট এজ ওয়েব ব্রাউজার ব্যবহারকারীদের সাম্প্রতিক ধরা পড়া বড়োসড়ো নিরাপত্তাজনিত সমস্যা সম্পর্কে সতর্ক করেছে। এক্ষেত্রে 'ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম' বা CERT-In একটি নতুন সতর্কতা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে যে, মাইক্রোসফ্ট এজ ওয়েব ব্রাউজারে একাধিক নিরাপত্তা সংক্রান্ত দুর্বলতা বা ত্রুটি আবিষ্কৃত হয়েছে। এই ত্রুটিগুলি দূর থেকেই আক্রমণকারীদের সার্ভিস কন্ডিশন বা পরিষেবার শর্ত অস্বীকার করতে, দূষিত কোড সম্পাদন করতে, ডিভাইসের সিকিউরিটি সিস্টেম বাইপাস করতে, এমনকি ব্যক্তিগত ডেটার অ্যাক্সেস পাইয়ে দিতে সক্ষম। যেকারণে কেন্দ্রীয় সরকার অধীনস্ত সিকিউরিটি এজেন্সি এই ওয়েব ব্রাউজার সম্পর্কে আপৎকালীন সতর্কতা জারি করেছে।
Microsoft Edge Browser এর কোন কোন ভার্সন প্রভাবিত হয়েছে
সদ্য আবিষ্কৃত নিরাপত্তাজনিত সমস্যাটি মাইক্রোসফ্ট এজ ব্রাইজারের ১২৪.০.২৪৭৮.৫১ -এর আগের স্থিতিশীল সংস্করণকে প্রভাবিত করছে। ফলে আপনারা যদি এই ভার্সন ব্যবহার করে থাকেন তবে অবিলম্বে নয়া আপডেট ডাউনলোড করুন। কেননা মাইক্রোসফ্ট এই সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই লেটেস্ট সিকিউরিটি আপডেট রিলিজ করেছে। আর যদি আপনারা ইতিমধ্যেই উচ্চতর সংস্করণ ডাউনলোড করে থাকেন, তাহলে নিশ্চিন্ত থাকুন আপনাদের ডিভাইস সর্বশেষ মাইক্রোসফ্ট প্যাচ দ্বারা সুরক্ষিত আছে।
Microsoft Edge Browser এর নতুন সিকিউরিটি আপডেট কীভাবে ডাউনলোড করবেন?
মাইক্রোসফ্ট এজ ব্রাউজারের লেটেস্ট সিকিউরিটি আপডেট ইনস্টল করার জন্য প্রথমেই 'হেল্প অ্যান্ড ফিডব্যাক' সেকশনে চলে যান। তারপর 'অ্যাবাউট মাইক্রোসফ্ট এজ' বিকল্প চয়ন করুন। এখনই নয়া আপডেটের বিশদ এবং ইনস্টল করার অপশন পেয়ে যাবেন।
ম্যালওয়ার আক্রমণের থেকে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন?
১. অজানা প্রেরকদের থেকে আসা ই-মেল কখনই খুলবেন না৷
২. অজানা প্রেরকের থেকে আসা ই-মেল -এর সাথে সংযুক্ত কোনো কনটেন্ট বা ফাইল ডাউনলোড করবেন না।
৩. অপরিচিত ই-মেল অ্যাড্রেসে দেওয়া কোনও লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না।