Windows 11 ইনস্টল করতেই স্লো হয়ে গিয়েছিল ডিভাইস? সমাধান আনল Microsoft ও AMD

মাত্র কয়েকদিন আগেই Microsoft তাদের নয়া Windows 11 অপারেটিং সিস্টেম প্রকাশ্যে আনে। সেক্ষেত্রে নতুন আপডেট ইনস্টলের পর থেকেই AMD Ryzen প্রসেসর যুক্ত ডিভাইসে নানারকম পারফরম্যান্স…

মাত্র কয়েকদিন আগেই Microsoft তাদের নয়া Windows 11 অপারেটিং সিস্টেম প্রকাশ্যে আনে। সেক্ষেত্রে নতুন আপডেট ইনস্টলের পর থেকেই AMD Ryzen প্রসেসর যুক্ত ডিভাইসে নানারকম পারফরম্যান্স ইস্যু লক্ষ্য করা যায়। এর ফলে AMD সিপিইউ ব্যবহারকারীরা বেশ সমস্যায় পড়েন। কিন্তু এবার অবশেষে তারা স্বস্তি পেতে পারেন। কেননা পারফরম্যান্সের ত্রুটি দূর করতে Microsoft সদ্য Windows 11 OS -এর নয়া সংস্করণ রোল-আউট শুরু করেছে। অর্থাৎ বাগ দুর্বলতার ফলে সৃষ্ট পারফরম্যান্স ত্রুটি নজরে আসতেই মাইক্রোসফট ও এএমডি উভয় সংস্থার পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার যে আশ্বাস দেওয়া হয়, তা সত্যি হতে আর বেশি দেরী নেই।

নতুন Windows 11 নির্ভর ২২০০০.২৮২ আপডেটে AMD প্রসেসর সংক্রান্ত প্রধান দুটি সমস্যা পুরোপুরি নির্মূল করা গেছে বলে মাইক্রোসফটের বক্তব্য। এদের মধ্যে প্রথম সমস্যাটির ফলে ভারী রিসোর্স (Heavy Resource) কাজে লাগানো গেমিং পারফরম্যান্সে অবনতি দেখা যায়। দ্বিতীয় সমস্যাও সেক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরী করে। সেজন্য সমস্যা সমাধানে আগ্রহী এএমডি’র তরফ থেকেও একটি নতুন চিপসেট ড্রাইভার রিলিজ করা হয়।

উপরোক্ত ত্রুটিগুলির সমাধান করা ছাড়া মাইক্রোসফটের নয়া উইন্ডোজ আপডেট আরও উন্নত পারফরম্যান্স অফার করবে। এতদিন ধরে যারা অভিযোগ করছিলেন যে ভিডিও ড্রাইভার আপগ্রেড করার পরেও স্টার্ট মেনু ওপেন হচ্ছে না, নয়া আপডেট রোল-আউটের ফলে তারা সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। এছাড়া এটি ব্লুটুথ চালিত মাইক এবং কি-বোর্ডের ইনপুট দেরী (input delay), কিছু প্রসেসর ব্যবহারের সময় সাড়া না পাওয়া এবং লক স্ক্রিন অন্ধকার হয়ে যাওয়ার সমস্যাও দূরীভূত করবে।

নতুন আপডেটের মাধ্যমে আর কোন কোন সমস্যা থেকে উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা মুক্তি লাভ করবেন তার তালিকা দেখে নিতে হলে আগ্রহীকে মাইক্রোসফটের ওয়েবসাইটে পৌঁছে যেতে হবে। তবে মনে রাখবেন, আপাতত Windows Insider ব্যবহারকারীদের জন্য বিটা এবং রিলিজ প্রিভিউ চ্যানেলগুলিতে নয়া আপডেট আনা হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন