২০২৪ সালে আসবে Windows 12? তিন বছর পরপর নতুন সফ্টওয়্যার ভার্সন আনার প্ল্যান করছে Microsoft

গত বছরই Microsoft (মাইক্রোসফ্ট)-এর নেক্সট জেনারেশন উইন্ডোজ সফ্টওয়্যার অর্থাৎ Windows 11 (উইন্ডোজ ১১) আনুষ্ঠানিকভাবে...
techgup 18 July 2022 7:19 PM IST

গত বছরই Microsoft (মাইক্রোসফ্ট)-এর নেক্সট জেনারেশন উইন্ডোজ সফ্টওয়্যার অর্থাৎ Windows 11 (উইন্ডোজ ১১) আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছিল। ২০১৫ সালের জুলাই মাসে Windows 10 (উইন্ডোজ ১০) লঞ্চ করার ছয় বছর বাদে ইউজারদের জন্য এই নতুন ভার্সন নিয়ে হাজির হয় সংস্থাটি। একগুচ্ছ নতুন ফিচার এবং চোখধাঁধানো ডিজাইন সম্বলিত Windows 11 এখনও পর্যন্ত সমস্ত ব্যবহারকারীদের কাছে উপলব্ধ হয়নি, ফলে বর্তমানে এর প্রতীক্ষায় রয়েছেন বহু কম্পিউটার ইউজার। তবে এর মাঝেই সংস্থার নতুন সফ্টওয়্যার ভার্সন অর্থাৎ Windows 12 (উইন্ডোজ ১২) রোলআউট হওয়ার খবর সামনে এল।

Microsoft-এর Windows 12 কবে আসবে? 

সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, মাইক্রোসফ্ট বর্তমানে উইন্ডোজ ১২ (Windows 12) নিয়ে জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে। ইউজারদের জন্য উইন্ডোজের পরবর্তী ভার্সনটি ২০২৪ সালে মার্কেটে আসতে পারে। সেইসাথে রিপোর্টে আরও বলা হয়েছে যে, এবার থেকে প্রতি তিন বছর অন্তর অন্তর উইন্ডোজের একটি করে নতুন ভার্সন রোলআউট করার পরিকল্পনা করছে মাইক্রোসফ্ট। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, উইন্ডোজের পরবর্তী সংস্করণ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে ডেভেলপাররা এই আসন্ন নতুন ভার্সনটিকে 'নেক্সট ভ্যালি' নামক কোড নেমে নামাঙ্কিত করেছে। কিন্তু সত্যি সত্যিই বর্তমানে এই ভার্সনটিকে নিয়ে পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে কি না কিংবা ২০২৪ সালে প্রকৃতপক্ষেই এটি রোলআউট হবে কি না, সে সম্পর্কে সংস্থার তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

আসছে Windows 11-এর নতুন আপডেট 

প্রায় এক বছর আগে মাইক্রোসফ্ট ঘোষণা করেছিল যে তারা খুব শীঘ্রই উইন্ডোজ ১১-এর জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রোলআউট করবে। একজন একটি খবর থেকে জানা গিয়েছে যে, এখন কোম্পানিটি ব্যবহারকারীদের সুবিধার্থে উইন্ডোজ ১১-এর জন্য ২২এইচ২ (22H2) আপডেট প্রস্তুত করেছে; এটি সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ ইউজারদের জন্য উপলব্ধ হবে।

সমান তালে জনপ্রিয় Windows 10

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে উইন্ডোজ ১১-এর ২৩ শতাংশ শেয়ারের মালিক মাইক্রোসফ্ট এবং উইন্ডোজ ১০-এ সংস্থার ৬৪ শতাংশ শেয়ার রয়েছে। ফলে এখান থেকে খুব স্পষ্টভাবেই বোঝা যায় যে, উইন্ডোজ ১০ এখনও ইউজারদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়। রিপোর্টে আরও বলা হয়েছে যে, বর্তমানে দশটি কম্পিউটারের মধ্যে কেবলমাত্র দুটি উইন্ডোজ ১১ দ্বারা চালিত। এদিকে, উইন্ডোজ ১০ লঞ্চ হওয়ার আগেই মাইক্রোসফ্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে, এটিই সংস্থার শেষ উইন্ডোজ ভার্সন হবে এবং আগামী দিনে নতুন ফিচার যুক্ত করে এটিকে আপডেট করা চালিয়ে যাবে কোম্পানি। কিন্তু পরে সংস্থাটি তার চিন্তাভাবনা পরিবর্তন করে এবং এর নতুন সংস্করণ উইন্ডোজ ১১ মার্কেটে নিয়ে আসে।

Show Full Article
Next Story
Share it