এই উৎসবের মরসুমে 12.5 লাখ টাকা পর্যন্ত পুরষ্কার দেবে Microsoft, কিন্তু কেন?

কম্পিউটার ব্যবহারের জন্য Microsoft-এর সফ্টওয়্যারের ওপর অধিকাংশ মানুষই চোখ বুজে ভরসা করেন। সেক্ষেত্রে আপনিও যদি Microsoft-এর Windows, Bing ইত্যাদি পরিষেবা ব্যবহার করে থাকেন, তাহলে এই…

কম্পিউটার ব্যবহারের জন্য Microsoft-এর সফ্টওয়্যারের ওপর অধিকাংশ মানুষই চোখ বুজে ভরসা করেন। সেক্ষেত্রে আপনিও যদি Microsoft-এর Windows, Bing ইত্যাদি পরিষেবা ব্যবহার করে থাকেন, তাহলে এই উৎসবের মরসুমে আপনার জন্য একটি সুখবর রয়েছে। এবার শুধু ভালো পারফরম্যান্সই নয়, বরঞ্চ এই মার্কিনি কোম্পানির তরফ থেকে আপনি পেতে পারেন লাখ লাখ টাকার পুরষ্কার তাও আবার তাদের খুঁত ধরে। আসলে সফ্টওয়্যার কোম্পানি Microsoft সম্প্রতি একটি নতুন বাগ বাউন্টি (Bug Bounty) প্রোগ্রাম ঘোষণা করেছে, যেখানে ইন্টারনেট ব্যবহারকারীদের ১২.৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ দেওয়া হবে – বিশেষ করে সিকিউরিটি রিসার্চদের জন্য এটি একটি বড় সুযোগ। এক্ষেত্রে পুরষ্কার পেতে কোম্পানির AI চালিত Bing ওয়েব সার্চ ইঞ্জিনে ইস্যু বা বাগ খুঁজে বের করতে হবে৷

নূন্যতম ১.৬ লাখ টাকা পুরষ্কার দেবে Microsoft

মাইক্রোসফ্টের ঘোষণা অনুযায়ী, বিং সার্ভিস সংক্রান্ত ও আরও কিছু ইস্যু খুঁজে পেতে যারা কোম্পানির নতুন প্রোগ্রামের সাথে যুক্ত হবেন, তারা নূন্যতম ২,০০০ ডলার (১.৬ লক্ষ টাকা) থেকে ১৫,০০০ ডলার (প্রায় ১২.৫ লক্ষ টাকা) পর্যন্ত অ্যামাউন্ট পুরষ্কার হিসেবে পাবেন৷ এক্ষেত্রে সমস্যা কতটা গুরুতর সেই শনাক্তকরণের ওপর পুরষ্কারের পরিমাণ নির্ভর করবে।

এইসব Microsoft সার্ভিসে বাগ খুঁজে দিলে পুরষ্কার পাবেন

খুঁত ধরা বা খুঁজে খুঁজে সমস্যা বের করা অনেকেরই স্বভাব, তবে মাইক্রোসফ্টের বাগ বাউন্টি প্রোগ্রামের অধীনে কোম্পানি নিজেই তাদের নির্দিষ্ট সার্ভিসে ত্রুটি খুঁজে দেওয়ার চ্যালেঞ্জ দিচ্ছে, যেখানে আপনি পুরষ্কার বাবদ লাখো লাখো টাকা পেয়ে যাবেন। আসলে মাইক্রোসফ্ট তার এআই সিস্টেম এবং টুলগুলি উন্নত করার চেষ্টা করছে, এরই জন্য তারা মাইক্রোসফ্ট বাগ বাউন্টি প্রোগ্রাম নিয়ে এসেছে। এক্ষেত্রে আপনাকে যেসব সার্ভিসে ইস্যু খুঁজতে হবে, সেগুলি হল –

  • bing.com ব্রাউজারে এআই চালিত বিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে।
  • মাইক্রোসফ্ট এজ (উইন্ডোজ)-এ এআই চালিত বিং ইন্টিগ্রেশন, এন্টারপ্রাইজে বিং চ্যাটের ক্ষেত্রে।
  • মাইক্রোসফ্ট স্টার্ট অ্যাপ্লিকেশনে (iOS এবং Android উভয় প্ল্যাটফর্মেই) এআই চালিত বিং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে।
  • স্কাইপ মোবাইল অ্যাপ্লিকেশনের (iOS এবং Android প্ল্যাটফর্মে) এআই চালিত বিং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে।

উপরে উল্লিখিত পরিষেবাগুলিতে কোনো ইস্যু বা বাগ খুঁজে পাওয়া গেলে, আগ্রহীদের মাইক্রোসফ্ট সিকিউরিটি রিসার্চ সেন্টার (MSRC) পোর্টালে যেতে হবে এবং একটি রিপোর্ট দাখিল করতে হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন