সুখবর শোনালো Microsoft, আজ থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে Windows 11

Microsoft -এর নতুন সফটওয়্যার আপডেট Windows 11 ডাউনলোডের জন্য অপেক্ষার প্রহর ফুরোলো। সংস্থার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আজ অর্থাৎ ৫ই অক্টোবর থেকে বিশ্বের প্রতিটি অঞ্চলে Windows…

Microsoft -এর নতুন সফটওয়্যার আপডেট Windows 11 ডাউনলোডের জন্য অপেক্ষার প্রহর ফুরোলো। সংস্থার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আজ অর্থাৎ ৫ই অক্টোবর থেকে বিশ্বের প্রতিটি অঞ্চলে Windows 11 ডাউনলোড করা যাবে। আগ্রহীরা সম্পূর্ণ বিনামূল্যে এই আপডেট তাদের ব্যক্তিগত কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করতে পারবেন। তবে এজন্য তাদের কাছে এমন উপযুক্ত ডিভাইস থাকা দরকার যা Windows 11 আপডেট ইনস্টলের জন্য প্রয়োজনীয় চাহিদাগুলিকে পূরণ করবে।

Windows 11 আপডেট রোল আউট করল Microsoft

নতুন উইন্ডোজ ১১ আপডেট রোল-আউট সম্পর্কে বলতে গিয়ে মাইক্রোসফটের অন্যতম কর্তা প্যানোস পেনাই ব্যবহারকারীদের এর সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে নিশ্চিন্ত থাকার আশ্বাস দিয়েছেন। তার মতে নতুন সফটওয়্যার আপডেট মাইক্রোসফট অনুরাগীদের ব্যবহারিক অভিজ্ঞতাকে পূর্বের তুলনায় অনেক উন্নত করবে। কারণ ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবেই উইন্ডোজ ১১ আপডেট ডিজাইন করা হয়েছে।

মাইক্রোসফটের বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে ব্যবহারকারীদের কাছে উপলব্ধ বেশিরভাগ কম্পিউটারে Windows 11 আপডেট সাপোর্ট করার কথা। যদিও আগেই বলেছি যে এজন্য কম্পিউটারটিকে জরুরি সিস্টেম চাহিদা পূরণের উপযোগী হতে হবে। সেক্ষেত্রে নতুন হার্ডওয়ারের উপস্থিতি ছাড়া প্রয়োজনীয় সিস্টেম চাহিদা পূরণ সম্ভব নয়। তাই পুরোনো প্রসেসর যুক্ত কম্পিউটারগুলিতে নতুন আপডেট সাপোর্ট করা কঠিন হবে।

নিজের ডিভাইস উইন্ডোজ ১১ সাপোর্টের পক্ষে উপযুক্ত কিনা তা জানার জন্য আগ্রহীরা PC Health Check App ডাউনলোড করতে পারেন। সম্প্রতি অ্যাপ্লিকেশনটি নতুন করে রিলিজ করা হয়েছে। কারণ গতবার এর বিরুদ্ধে ব্যবহারকারীদের ভুল পথে চালিত করার অভিযোগ উঠেছিল।

অবগতির জন্য জানিয়ে রাখি, কম্পিউটারে Windows 11 সাপোর্টের জন্য অন্যতম প্রধান শর্ত হলো TPM 2.0 -এর উপস্থিতি। এটি একটি সিকিউরিটি স্ট্যান্ডার্ড যা সক্রিয় হলে নতুন আপডেট ডাউনলোডে কোন অসুবিধা নেই। কিন্তু কম্পিউটারের সিপিইউ (CPU) খুব পুরোনো হলে এক্ষেত্রে সমস্যা তৈরী হতে পারে।

বর্তমানে Windows 10 ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যে Windows 11 আপডেট ডাউনলোড করতে পারলেও, উইন্ডোজের পুরোনো সংস্করণ (Windows 7 বা তার আগের ভার্সন) ব্যবহারকারীদের অর্থ খরচ করে নতুন আপডেট কিনতে হবে। অবশ্য কোনোভাবে Windows 10 সংস্করণ বিনামূল্যে ডাউনলোড করা গেলে তারপর নিখরচায় নতুন আপডেট মিলতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি লঞ্চ হওয়া Mi NoteBook Ultra, Mi NoteBook Pro, Realme Book Slim প্রভৃতি ডিভাইস Windows 11 আপডেট সাপোর্টের পক্ষে উপযুক্ত। এই সমস্ত ডিভাইসের ক্রেতারা শক্তিশালী ইন্টারনেট কানেকশনের উপস্থিতিতে উইন্ডোজের নয়া সংস্করণ ডাউনলোড করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন