Windows 12 শীঘ্রই বাজারে আসছে, সরাসরি অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ইনস্টলের সুবিধা মিলবে?

২০১৫ সালে রোলআউট করা হয়েছিল উইন্ডোজ ১০ (Windows 10) সংস্করণ। তারপর প্রায় ৬ বছর মাইক্রোসফ্টের (Microsoft) তরফ থেকে...
SUMAN 14 March 2023 9:24 PM IST

২০১৫ সালে রোলআউট করা হয়েছিল উইন্ডোজ ১০ (Windows 10) সংস্করণ। তারপর প্রায় ৬ বছর মাইক্রোসফ্টের (Microsoft) তরফ থেকে পরবর্তী প্রজন্মের উইন্ডোজ অপারেটিং সিস্টেম না নিয়ে আসায়, অনেকে ধরেই নিয়েছিলেন যে উইন্ডোজ ১০ হয়তো শেষ ওএস সংস্করণ। কিন্তু ২০২১ সালের অক্টোবরে Microsoft, উইন্ডোজ ১১ (Windows 11) ভার্সন রিলিজ করে। ফলে সবাই অনুমান করছিল যে, পরবর্তী উইন্ডোজ সংস্করণও হয়তো দীর্ঘ সময় পরে আসবে। কিন্তু এখন মনে হচ্ছে, মাইক্রোসফ্টের নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য আমাদের বেশিদিন অপেক্ষা করতে হবে না। কেননা সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, সংস্থাটি বর্তমানে উইন্ডোজ ১২ (Windows 12) সংস্করণের উপর কাজ করছে এবং সম্ভবত ২০২৪ সালের মধ্যেই এটি রিলিজ হবে।

Windows 12 এর সম্ভাব্য রিলিজ টাইমলাইন

রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের প্রথম দিকে রিলিজ করা হতে পারে উইন্ডোজ ১২ সংস্করণ। যদিও লাইফওয়্যারের একটি রিপোর্টে বলা হয়েছে যে, পরবর্তী প্রজন্মের এই উইন্ডোজ ওএস ভার্সনকে ২০২৪ সালে না লঞ্চ করা হলেও, ২০২৬ সালের মধ্যে অবশ্যই ঘোষণা করা হবে। প্রসঙ্গত, উইন্ডোজ ১১ রোলআউট করার মাত্র ছয় মাস পর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারি থেকেই উইন্ডোজ ১২ ভার্সনের উপর মাইক্রোসফ্ট কাজ শুরু করেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

Windows 12 ওএস আপগ্রেড বিনামূল্যে পাওয়া যাবে

বর্তমানে, সামঞ্জস্যপূর্ণ ল্যাপটপ বা পিসি ডিভাইসের জন্য উইন্ডোজ ১০ (Windows 10) থেকে উইন্ডোজ ১১ (Windows 11) -এ বিনামূল্যে আপগ্রেড করার সুযোগ দিচ্ছে মাইক্রোসফ্ট। ফলে সম্ভাবনা রয়েছে উইন্ডোজ ১২ (Windows 12) -এর ক্ষেত্রেও এই একই স্ট্র্যাটেজি অনুসরণ করা হবে। অর্থাৎ বিদ্যমান উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা বিনামূল্যে আপগ্রেড করার বিকল্প পাবেন।

Windows 12 ওএস সংস্করণের সম্ভাব্য ফিচার

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, আসন্ন উইন্ডোজ ১২ ওএস একাধিক নতুন ফিচার নিয়ে আসবে। যেমন, উইন্ডোজ ১২ ফ্লোটিং টাস্কবার এবং সার্চ বার সহ একটি নতুন ইউজার ইন্টারফেস, বিভিন্ন ফাংশনের জন্য আর্টিফিশিয়াল-ইন্টেলিজেন্সি (AI) ইন্টিগ্রেশন এবং অ্যানিমেটেড ওয়ালপেপার যুক্ত করার মতো সুবিধা অফার করতে পারে। আবার ব্যবহারকারীদের জন্য APK ফাইলের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করার বিকল্পও দেওয়া হতে পারে। এছাড়া সম্ভাবনা আছে যে, Windows 12 সংস্করণের সেটিংস মেনু থেকে কন্ট্রোল প্যানেল সরানো হতে পারে।

Show Full Article
Next Story
Share it