Aadhaar Card: সাবধান! আধার কার্ডের অপব্যবহারে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করতে পারে UIDAI

আধার আইন লঙ্ঘন করলে এবার কড়া শাস্তির সম্মুখীন হতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI)...
SUPARNAMAN 5 Nov 2021 9:16 PM IST

আধার আইন লঙ্ঘন করলে এবার কড়া শাস্তির সম্মুখীন হতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) কর্তৃপক্ষের প্রতি জারি করা একটি নির্দেশে কেন্দ্রীয় সরকার একথা উল্লেখ করেছে। এক্ষেত্রে প্রথমেই আইন অমান্যকারীর বিরুদ্ধে বিচার চালানোর কথা বলা হয়েছে। বিচারে দোষী সাব্যস্ত হলে UIDAI কর্তৃক নিযুক্ত বিশেষ অ্যাডজুডিকেটিং অফিসার অভিযুক্তের প্রতি দন্ড ঘোষণা করবেন। এভাবে আইন লঙ্ঘনকারী ব্যক্তি বা সংস্থার উপরে শাস্তি হিসেবে সর্বোচ্চ ১ কোটি টাকার জরিমানা আরোপ করা যাবে বলে সরকারি বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে। গত মঙ্গলবার অর্থাৎ ২রা নভেম্বর উক্ত বিজ্ঞপ্তিটি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা হয়।

Aadhaar আইন অমান্যকারীর বিরুদ্ধে অ্যাডজুডিকেটিং অফিসার নিয়োগ করবে UIDAI

আধার আইন না মানলে কোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। সেক্ষেত্রে অভিযুক্তের বিচারের জন্য UIDAI একজন অ্যাডজুডিকেটিং অফিসারকে নিয়োগ করবে। ইউআইডিএআই দ্বারা নিযুক্ত এই অফিসার হতে গেলে লাগবে বিশেষ পদমর্যাদা। অর্থাৎ যে কোনো ব্যক্তির পক্ষে এই পদে আসীন হওয়া সম্ভব নয়। এক্ষেত্রে ভারত সরকারের যুগ্মসচিব পদমর্যাদার নীচে অবস্থিত কর্মচারীরা প্রথমেই বাদ পড়বেন। এছাড়া ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা ছাড়া কোনো ব্যক্তিকে ইউআইডিএআই আলোচ্য পদে নিয়োগ করবে না।

কোন ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আধার আইন লঙ্ঘনের অভিযোগ উঠলে UIDAI নিজস্ব আধিকারিক নিয়োগ করে তার বিরুদ্ধে মামলা চালাতে পারে। সেক্ষেত্রে অ্যাডজুডিকেটিং অফিসার তার বিচার করবেন। বিচারে দোষী প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি বা সংস্থাকে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে তার আগে অভিযুক্তকে জরিমানার কারণগুলি দেখাতে হবে। সেখানে দোষী স্বপক্ষে যুক্তি উপস্থাপনের সুযোগ পাবেন।

অবগতির জন্য জানিয়ে রাখি, দোষীকে UIDAI তহবিলে জরিমানার টাকা জমা করতে হবে। সেকাজে ব্যর্থ হলে তার/তাদের কাছ থেকে ভূমি রাজস্বের বকেয়া হিসেবে জরিমানার টাকা উসুল করা যাবে।

Show Full Article
Next Story