MIUI 13 Update Tracker: কোন কোন Xiaomi Redmi, Poco ফোনে আসছে নয়া আপডেট, তালিকা দেখুন

Xiaomi অবশেষে ভারতে তাদের কাস্টম অ্যান্ড্রয়েড স্কিনের পরবর্তী বড় সফ্টওয়্যার আপডেট MIUI 13 লঞ্চ করলো। নতুন এই কাস্টম...
SUPARNA 26 Aug 2022 8:05 PM IST

Xiaomi অবশেষে ভারতে তাদের কাস্টম অ্যান্ড্রয়েড স্কিনের পরবর্তী বড় সফ্টওয়্যার আপডেট MIUI 13 লঞ্চ করলো। নতুন এই কাস্টম ওএস Google এর অ্যান্ড্রয়েড ১২ নির্ভর। তবে অন্যান্য সংস্করণের মতো এই কাস্টম স্কিনটিকেও স্বতন্ত্রতা প্রদানের জন্য বেশ কয়েকটি অতিরিক্ত ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই কারণেই, MIUI বর্তমানে একাধিক দেশের বাজারে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের জন্য সর্বাধিক আদর্শ কাস্টম ইউজার ইন্টারফেসের একটি হিসাবে বিবেচিত। চলুন MIUI 13 আপডেট সম্পর্কে এবার একটু বিশদে জেনে নেওয়া যাক।

MIUI 13 আপডেট রিলিজ হল ভারতে

শাওমি আজ ভারতে তাদের সর্বশেষ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিন এমআইইউআই ১৩ ঘোষণা করেছে। সংস্থাটি গত ডিসেম্বরে শাওমি ১২ স্মার্টফোন সিরিজের সাথে প্রথমবারের জন্য উক্ত কাস্টম রমকে বিশ্বব্যাপী লঞ্চ করেছিল। আর, ২০২২ সালের প্রথম ত্রৈমাসিক থেকে গ্লোবাল এমআই (Mi) ব্যবহারকারীদের জন্য এমআইইউআই ১৩ রোল আউট করতে শুরু করেছিল তারা। এরপর শাওমির ফ্ল্যাগশিপ ফোনগুলি এই আপডেট পেতে থাকে। এখন সমস্ত ধরনের ফোনের জন্য এমআইইউআই ১৩ রোল আউট করা হল।

MIUI 13 কাস্টম রমের কয়েকটি সেরা ফিচার

অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম রম একটি সংশোধিত ইন্টারফেস সহ এসেছে। যেখানে, একাধিক প্রাইভেসি ফিচার সহ নানাবিধ নতুন বৈশিষ্ট্য দেখা যাবে। নীচে এমআইইউআই ১৩ -এর কয়েকটি উল্লেখযোগ্য ফিচারের তালিকা দেওয়া হল –

ওয়ালপেপার এবং উইজেট (Wallpapers and Widgets)

শাওমি তাদের লেটেস্ট এমআইইউআই ১৩ কাস্টম স্কিন আনার সাথে ইউজার ইন্টারফেস-গত কয়েকটি বড়সড় পরিবর্তন যোগ করেছে। যার মধ্যে একটি হল হোম স্ক্রিনে টেক জায়ান্ট অ্যাপল বিকশিত আইওএস ১৪ (iOS 14) -এর অনুরূপ উইজেট। অর্থাৎ, এই ইউআই (UI) -তে একটি উইজেট প্যানেল থাকবে, যেখানে একাধিক উইজেটের মধ্যে থেকে প্রয়োজনীয়গুলি বেছে নেওয়া যাবে। শুধু তাই নয়, সাথে আইওএস ১৪ -এর মতো উইজেটগুলির আকার এবং সেগুলি দেখতে কেমন হবে তাও পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা। এমআইইউআই ১৩ -এর কন্ট্রোল প্যানেলটি পরিবর্তন করা হয়েছে এবং আইওএস ১৪ -এর থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি নতুন লাইভ ওয়ালপেপারও দেখা যাবে এই কাস্টম স্কিনে, যা একটি পোলারাইজেশন মাইক্রোস্কোপ ব্যবহার করে রেকর্ড করা হয়েছে ওয়ালপেপারে 'ক্রিস্টাল-লাইক' ফর্মাশন দেখানোর জন্য। এছাড়া, এমআইস্যান্স (MiSans) নামের একটি নতুন ফ্ল্যাট এবং সাদামাটা সিস্টেম ফন্টও যুক্ত করা হয়েছে।

আরো উন্নত পারফরম্যান্স (Big Performance Improvements) :

শাওমি প্রতিশ্রুতি দিয়েছে যে, পূর্ববর্তী কাস্টম ওএস সংস্করণগুলির তুলনায় এমআইইউআই ১৩ -এর পারফরম্যান্স অনেক দ্রুত হবে এবং আরও ভাল অ্যাপ খুলবে। এক্ষেত্রে সংস্থার বিবৃতি অনুসারে, থার্ড-পার্টি অ্যাপে ১৫% কম ফ্রেম ড্রপ এবং নেটিভ বা প্রি-ইনস্টলড অ্যাপগুলির ক্ষেত্রে ২৩% কম ফ্রেম ড্রপ দেখা যাবে। এছাড়া, শাওমির তাদের এই সর্বশেষ সফ্টওয়্যার আপডেটে মাল্টিটাস্কিং ক্ষমতাও উন্নত করেছে। জানা যাচ্ছে, এমআইইউআই ১৩ ইনস্টলড ফ্ল্যাগশিপ ডিভাইসে ১৪টি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অন থাকলেও কোনো পারফরম্যান্স ড্রপ অনুভূত হবে না।

অ্যাডভান্স প্রাইভেসি অপশন (Advanced Privacy Options) :

শাওমি তাদের লেটেস্ট ইউজার ইন্টারফেসের জন্য একগুচ্ছ প্রাইভেসি ফিচারও ঘোষণা করেছে। এই তালিকায় সামিল রয়েছে - ফেস ভ্যারিফিকেশন প্রটেকশন, প্রাইভেসি ওয়াটারমার্ক এবং ফ্রড প্রটেকশন। নতুন অ্যাডভান্সড ফেস আনলক সিস্টেমের সাহায্যে ফোনটি আরো ভালো নিরাপত্তা প্রদানের জন্য ব্যবহারকারীর মুখ ব্যতীত উপরের বডিও স্ক্যান করবে। অন্যদিকে, প্রাইভেসি ওয়াটারমার্ক ছবির অপব্যবহার রোধ করতে ওয়াটারমার্ক যোগ করার অনুমতি দেবে।

যদিও মূল অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের প্রাইভেসি ফিচারগুলিকেও এমআইইউআই ১৩ -এর গ্লোবাল আপডেটে অন্তর্ভুক্ত করা হবে কিনা, সেই সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি শাওমি। জানিয়ে রাখি ২০২১ সালে রিলিজ হওয়া গুগলের নিজস্ব এই ওএস সিস্টেমে - প্রাইভেসি ড্যাশবোর্ড, প্রাইভেসি ইন্ডিকেটর সহ একাধিক সিকিউরিটি ফিচার আছে।

MIUI 13 আপডেটের জন্য সামঞ্জস্যপূর্ণ Xiaomi, Redmi এবং POCO স্মার্টফোনের তালিকা

অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে প্রত্যাশিত কাস্টম OEM (original equipment manufacturer) ইন্টারফেসগুলির মধ্যে একটি হল এমআইইউআই ১৩। ফলে এই কাস্টম রম ভার্সনটির আপডেট - শাওমি (Mi), রেডমি (Redmi) এবং পোকো (Poco) ব্র্যান্ডের একাধিক স্মার্টফোনের জন্য রিলিজ করা হবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে, সংস্থাটি ইতিমধ্যেই ভারতে ২০২২ সালে এমআইইউআই ১৩ আপডেট পাবে এমন ডিভাইসগুলির তালিকা প্রকাশ করেছে, যা নিম্নরূপ -

২০২২ সালে MIUI 13 আপডেট পাবে এমন Xiaomi ফোনের তালিকা :

Xiaomi Mi 11 Lite

Xiaomi Mi 11 Ultra

Xiaomi Mi 11X

Xiaomi Mi 11X Pro

Xiaomi 11T Pro

Xiaomi 11 Lite NE 5G

Xiaomi Redmi Note 10 Pro Max

Xiaomi Redmi Note 10 Pro

Xiaomi Redmi Note 10

Xiaomi Redmi 10 Prime

MIUI 13 আপডেটের জন্য যোগ্য Xiaomi ডিভাইসগুলির তালিকা নিচে দেওয়া হল –

Xiaomi ফোনের তালিকা :

Mi 11 series: Mi 11i, 11i HyperCharge, 11 Lite

Mi 10 series: Mi 10T Pro, Mi 10T, Mi 10i, Mi 10 5G, Mi 10 Pro 5G

Redmi ফোনের তালিকা :

Redmi Note 10 series: Redmi Note 10 Lite, Redmi Note 10S

Redmi Note 9 series: Redmi Note 9 Pro, Redmi Note 9, Redmi Note 9S, Redmi Note 9 Pro Max

Redmi 9 series: Redmi 9 Prime, Redmi 9i Sport, Redmi 9 Activ, Redmi 9A Sport, Redmi 9i, Redmi 9, Redmi 9A

POCO ফোনের তালিকা :

Poco X series: Poco X3, Poco X3 Pro, Poco X2

Poco M series: Poco M3, POCO M3 Pro 5G, Poco M2 Pro, Poco M2, Poco M2 Reloaded

Poco C3, Poco C31

POCO F3 GT

Show Full Article
Next Story