Mivi SuperPods Dueto: ৫০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল নতুন ইয়ারবাড, দাম সাধ্যের মধ্যে
ভারতীয় বাজারে আত্মপ্রকাশ হলো মিভি ব্র্যান্ডের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম মিভি সুপারপডস ডুয়েটো। এই...ভারতীয় বাজারে আত্মপ্রকাশ হলো মিভি ব্র্যান্ডের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম মিভি সুপারপডস ডুয়েটো। এই ইয়ারবাডে রয়েছে ডুয়াল ড্রাইভার টেকনোলজি, থ্রিডি সাউন্ড স্টেজ এবং ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি। চলুন দেখে নেওয়া যাক নতুন মিভি সুপারপডস ডুয়েটো ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
মিভি সুপারপডস ডুয়েটো ইয়ারবাডের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে মিভি সুপারপডস ডুয়েটো ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি ল্যাভেন্ডার, কমেট ব্লু, ট্রিটন গোল্ড, মেটিওর ব্ল্যাক এবং ক্যালিস্ট্রো পিচ, ডবল টোন কালার অপশনে এসেছে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোনটি।
মিভি সুপারপডস ডুয়েটো ইয়ারবাডের স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত মিভি সুপারপডস ডুয়েটো ইয়ারফোন হাই-লো ডুয়াল ড্রাইভার সহ এসেছে, যা উচ্চমানের সাউন্ড কোয়ালিটি অফার করার প্রতিশ্রুতি দেয়। তাছাড়া এতে রয়েছে ১৩ এমএম উফার। ফলে ইয়ারফোনটি রিচ অডিও এক্সপেরিয়েন্স প্রদান করার পাশাপাশি উচ্চমানের বেস সরবরাহ করতে সক্ষম। এমনকি এর ৬ এমএম টুইটার ট্রেবল এবং ভোকাল পাওয়ারের মধ্যে ব্যালেন্স রাখবে। সেইসঙ্গে স্বচ্ছ সাউন্ড এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য এতে থাকছে থ্রিডি সাউন্ডস্টেজ টেকনোলজি।
শুধু তাই নয়, নয়া অডিও ডিভাইসে মাল্টি ডিভাইস কানেক্টিভিটি বর্তমান। তার সাথে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি, যার রেঞ্জ ১০ মিটার পর্যন্ত বিস্তৃত। এখানেই শেষ নয়, নতুন এই ইয়ারফোনে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি সাপোর্ট করবে।
এবার আসা যাক মিভি সুপারপডস ডুয়েটো ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। একবার চার্জে চার্জিং কেস সমেত এর ব্যাটারি ৫০ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার গেমারদের জন্য এতে থাকছে আল্ট্রা লো ল্যাটেন্সি গেমিং মোড। তদুপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে IPX4 রেটিং।