এই দেশে ১ জিবি ডেটার দাম ৩,০০০ টাকারও বেশি, তবে কি ভারতেই সবচেয়ে সস্তায় মেলে ইন্টারনেট সার্ভিস?

একথা নিঃসন্দেহে অনস্বীকার্য যে, ইন্টারনেট বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে; আর ইন্টারনেটের মায়াজালে আমরা এমনভাবে জড়িয়ে গিয়েছি যে এখন হাজার চাইলেও…

একথা নিঃসন্দেহে অনস্বীকার্য যে, ইন্টারনেট বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে; আর ইন্টারনেটের মায়াজালে আমরা এমনভাবে জড়িয়ে গিয়েছি যে এখন হাজার চাইলেও এর থেকে বেরিয়ে আসা কার্যত অসম্ভব! আসলে এই অত্যাশ্চর্য জিনিসটি অনেক কঠিন কাজকে সহজ করে দিয়ে মানবজীবনে আমূল পরিবর্তন ঘটিয়েছে। অন্যদিকে চলতি সময়ে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে উপলব্ধ হওয়ায় সকল শ্রেণির মানুষই এখন ব্যাপকভাবে অন্তর্জালের ব্যবহার করে থাকেন। মূলত ভারতে 4G (৪জি) চালু হওয়ার পর থেকে ডেটার দাম অনেকটাই কমে গিয়েছে। ফলে এখন 3G (৩জি)-র চেয়ে অনেক কম দামে ডেটা ব্যবহার করা যায়। সোজা কথায় বললে, বর্তমানে মোটামুটি বেশ সাশ্রয়ী মূল্যেই ভারতে 4G ডেটা উপলব্ধ রয়েছে। কিন্তু আপনি কি জানেন যে এই দুনিয়ায় এমন একটি দেশ আছে যেখানে এক জিবি ইন্টারনেট ডেটার জন্য গ্রাহকদের ৩,৫০০ টাকা ব্যয় করতে হয়? হ্যাঁ, অবিশ্বাস্য বলে মনে হলেও কথাটা কিন্তু খাঁটি সত্যি।

বাস্তবে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ব্রিটিশ অঞ্চলে সেন্ট হেলেনা নামে একটি দেশ রয়েছে, যেখানে এক জিবি ডেটার দাম প্রায় ৪১ ডলার (ভারতীয় মূল্যে ৩,৩০০ টাকার কাছাকাছি)! আর সবচেয়ে ডেটার কম দাম হল ইজরায়েলে; এখানে এক জিবি ইন্টারনেট ডেটার দাম মাত্র ৩ টাকা। সম্প্রতি ২৩৩টি দেশের ইন্টারনেট ডেটার দামের তুলনা করে ওয়ার্ল্ড ওয়াইড মোবাইল ডেটা প্রাইসিং ২০২২-এর একটি তালিকা প্রকাশিত হয়েছে। আর এই তালিকা থেকেই জানা গিয়েছে যে, ডেটার দাম বিশ্বে সবচেয়ে সস্তা ইসরায়েলে, যেখানে সেন্ট হেলেনাতে ইন্টারনেট ডেটার দাম সবথেকে বেশি।

উক্ত রিপোর্টে আরও বলা হয়েছে যে, বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় ভারতে ইন্টারনেট ডেটা খুবই সস্তা, তাই এর চাহিদাও অনেক বেশি। এক্ষেত্রে ডেটার দামের নিরিখে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভারত; এদেশে এক জিবি ইন্টারনেট ডেটার দাম প্রায় ১৪ টাকা। তবে ভারতের চাইতেও যে চারটি দেশে ১ জিবি ইন্টারনেট ডেটার দাম কম সেই দেশগুলি হল ইজরায়েল (প্রায় ৩ টাকা), ইতালি (প্রায় ১০ টাকা), সান মারিনো (প্রায় ১১ টাকা) এবং ফিজি (প্রায় ১২ টাকা)।

বিশ্বের এই দেশগুলিতে ডেটার দাম বেশি

এবার একটু ব্যয়বহুল দেশগুলির কথায় আসা যাক। আলোচ্য এই তালিকার ১৩ নম্বরে রয়েছে পাকিস্তান, যেখানে এখানে ১ জিবি ইন্টারনেট ডেটার দাম প্রায় ২৯ টাকা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেটার দাম আলোচ্য তালিকায় গড় হিসাবে বিবেচিত হয়েছে; সেই অনুযায়ী এখানে এক জিবির জন্য ইউজারদেরকে ৪.৯৮ ডলার, অর্থাৎ প্রায় ৪০০ টাকা খসাতে হয়। অন্যদিকে, সেন্ট হেলেনা ছাড়াও ফকল্যান্ড আইল্যান্ড, সাও টোম প্রিন্সেপ, টোকেলাউ এবং ইয়েমেনে ইন্টারনেট বেশ ব্যয়বহুল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।