Smartphone: কাজের সময় অফিসে মোবাইল, গেম ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না, রায় হাইকোর্টের

কাজের মাঝে মোবাইল ফোন ব্যবহার নিয়ে বিধিনিষেধ জারি করল কেরালা হাইকোর্ট। গেমিং, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অপ্রয়োজনীয় কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে।

Suvrodeep Chakraborty 9 Dec 2024 6:18 PM IST

অফিসে কাজ করার সময় একটানা রিলস দেখা, গেম খেলা বা অকারণে মোবাইল ঘাঁটা নিষিদ্ধ করল কেরালা হাইকোর্ট। এর ফলে কর্মক্ষেত্রে উৎপাদনশীলতায বাধা পায় বলে উদ্বেগ প্রকাশ করেছে কেরালা হাইকোর্ট। ২ ডিসেম্বর, একটি জনস্বার্থ মামলায়, আদালতে কাজের সময় অনলাইন গেমিং এবং অত্যধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারে জড়িত কর্মীদের ক্রমবর্ধমান সমস্যাটিকে তুলে ধরা হয়েছে।

এই বিধিনিষেধ আনার লক্ষ্য, কাজের সময় পেশাদার শৃঙ্খলা জোরদার করা এবং অফিসের ক্রিয়াকলাপগুলি নিশ্চিত করা। এদিন ২০০৯ এবং ২০১৩ সালের পূর্ববর্তী নোটিশগুলি পুনরুদ্ধার করেছে আদালত। স্পষ্ট জানানো হয়েছে, এই নিয়মগুলির যে কোনও লঙ্ঘনকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। দক্ষ এবং পেশাদার কাজের পরিবেশ বজায় রাখার জন্য যা গুরুত্বপূর্ণ।

কাজের সময় গেমিং ও সোশ্যাল মিডিয়া ব্যবহার নয়

রায়ে স্পষ্টভাবে অফিসের সময় কর্মীদের মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। শুধুমাত্র লাঞ্চের বিরতির সময়টুকু ছাড় রয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী কী কী করা যাবে না -

অনলাইন গেম খেলা

সোশ্যাল মিডিয়া ব্রাউজিং

ভিডিয়ো বা সিনেমা দেখা

অনলাইন শপিং বা ট্রেডিং

আদালত জানিয়েছে যে, মোবাইল ডিভাইসগুলি শুধুমাত্র অফিসিয়াল উদ্দেশ্যে কাজের সময় ব্যবহার করা উচিত। চাকরির দায়িত্বের সাথে সম্পর্কহীন কোনও ব্যবহার নীতি লঙ্ঘন বলে বিবেচিত হবে।

প্রসঙ্গত, ২০০৯ এবং ২০১৩ সালে এরকমই অনুরূপ নির্দেশ জারি করা হয়েছিল। লক্ষ্য ছিল, কর্মীদের মধ্যে উৎপাদনশীলতা বৃদ্ধি করা। সর্বশেষ বিজ্ঞপ্তিতে সেই লক্ষ্যে আরও জোর দেওয়া হয়েছে। কারণ এখানে বিশেষভাবে অনলাইন গেমিং এবং ট্রেডিংয়ের মতো মোবাইল-ভিত্তিক কর্মকান্ডকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

Show Full Article
Next Story