ফোনে মোবাইল টাওয়ার বসানোর জন্য মেসেজ আসছে? সাবধান! একটু বেখেয়াল হলেই পড়বেন বড় ফাঁদে

যত দিন যাচ্ছে, মানুষের ইন্টারনেট বা প্রযুক্তির প্রতি নির্ভরশীলতাকে কাজে লাগাতে ততই নিত্যনতুন ফন্দি-ফিকির আঁটছে হ্যাকাররা। কখনও WhatsApp-এর মাধ্যমে পুরষ্কার জেতার স্ক্যাম, তো কখনো KYC…

যত দিন যাচ্ছে, মানুষের ইন্টারনেট বা প্রযুক্তির প্রতি নির্ভরশীলতাকে কাজে লাগাতে ততই নিত্যনতুন ফন্দি-ফিকির আঁটছে হ্যাকাররা। কখনও WhatsApp-এর মাধ্যমে পুরষ্কার জেতার স্ক্যাম, তো কখনো KYC আপডেটের নামে তথ্য হাতানোর চেষ্টা – নানা সাইবার হানায় এখন মোবাইল ইউজাররা ত্রস্ত! তবে আজ আমরা আপনাদের এই জাতীয় একটি পরিচিত কেলেঙ্কারি সম্পর্কে সাবধান করব যাতে প্রলুব্ধ হলে ব্যক্তিগত ও ব্যাংকিং ডিটেইলস কোনো জালিয়াতের হাতে পৌঁছে যেতে পারে। আসলে সাম্প্রতিক সময়ে বহু মোবাইল গ্রাহকের (যে কোম্পানিরই সিম ব্যবহার করুন না কেন) ফোনে ভুয়ো মেসেজ আসছে। এর মধ্যে কোনো মেসেজে ইলেকট্রিক বিল জমা দেওয়ার জন্য অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে, আবার কোনো মেসেজে ইনকাম ট্যাক্স রিটার্নের দরুন লিঙ্ক পাঠানো হচ্ছে। তবে বিগত কয়েক মাস ধরে এক মোবাইল থেকে আরেক মোবাইল ফোনে মেসেজ বা কলগুলি আসছে গ্রাহকের জায়গায় মোবাইল টাওয়ার বসানোর নামে। আর এতে মোটা টাকা পকেটস্থ করার প্রলোভনও দেখানো হচ্ছে। তাই এই বিষয়টি সম্পর্কে চোখ কান খোলা রাখা একান্ত প্রয়োজন!

টাকার লোভে এই মেসেজের ফাঁদে পা দেবেন না

মোবাইল টাওয়ার স্থাপনের টোপ দেখিয়ে জালিয়াতরা সাধারণত যে মেসেজ বা কল করে, তাতে গ্রাহকের কাছে প্রথমে জানতে চাওয়া হয় যে তাদের বাড়িতে বা আশেপাশে কোনো খালি জায়গা আছে কিনা। এরপর তাদের ফাঁকা জায়গায় মোবাইল টাওয়ার বসানোর এবং পরিবর্তে প্রতি মাসে ভাড়া (৫০ হাজার টাকা পর্যন্ত) দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

এর সাথে মেসেজগুলিতে একটি লিঙ্কও অ্যাটাচ থাকে, যাতে ক্লিক করার পর মোবাইল ফোনে একটি নতুন পেজ খোলে। ওই পেজে মোবাইল গ্রাহকের নাম, ইমেইল, ফোন নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। অসাবধানতাবশত একবার সমস্ত তথ্য সেখানে ইনপুট করলেই ফোন এবং ইমেইলে ওটিপি (OTP) আসে। সেই ওটিপি জালিয়াতদের সাথে শেয়ার করলেই ব্যস! সাথে সাথেই আপনার বিশাল অর্থনৈতিক ক্ষতি হতে বাধ্য।

কীভাবে এইসব প্রতারণামূলক মেসেজ থেকে বাঁচবেন?

সবসময় মনে রাখবেন যে টেলিকম সংস্থাগুলি কখনই কোনো মোবাইল নম্বরে টাওয়ার বসানোর জন্য মেসেজ পাঠায় না। এর জন্য কোম্পানি প্রথমে কোনো জায়গা বা এলাকা দেখে তারপর সিদ্ধান্ত নেয়। তাই হঠাৎ করে এই দাবি নিয়ে কোনো মেসেজ এলে, সেগুলি এড়িয়ে যাওয়ার যথাসম্ভব চেষ্টা করবেন।